গ্যালাক্সি এ০৬ উন্মোচন করল স্যামসাং

সুপারফাস্ট কানেক্টিভিটি ও শক্তিশালী পারফরমেন্সের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৬ উন্মোচন করেছে স্যামসাং। দেশের বাজারে তিনটি রঙে ডিভাইসটি পাওয়া যাবে- গোল্ড, লাইট ব্লু ও ব্ল্যাক।

গ্যালাক্সি এ০৬ -এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স; যার ফলে ছবি হবে আরো ডিটেইলড ও ঝকঝকে। স্মার্টফোনটির ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ছবিকে করবে আরও স্পষ্ট এবং এর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে তোলা যাবে সেলফি এবং স্বাচ্ছন্দ্যে করা যাবে হাই-কোয়ালিটি ভিডিও কল।

স্টাইলিশ ও স্লিম ডিজাইনের স্মার্টফোনটির ৬.৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০.৯; যে কারণে, ফোনটির ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতা হবে আরও প্রাণবন্ত। স্মার্টফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, সাথে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং।

শক্তিশালী পারফরমেন্সের জন্য গ্যালাক্সি এ০৬ -এ রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, যা মাল্টিটাস্কিং, স্ট্রিমিং ও গেমিংকে করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক।

তিনটি সংস্করণে ডিভাইসটি পাওয়া যাবে- ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি রম; ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি রম এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি রম, থাকছে ১ টেরাবাইট পর্যন্ত মেমরি বাড়ানোর সুবিধা। ক্রেতারা ডিভাইসটির সাথে পাবেন চার বছরের সিকিউরিটি আপডেট এবং দ্বিতীয় প্রজন্মের অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট।

গ্যালাক্সি এ০৬ স্মার্টফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইএএল৫+ সার্টিফায়েড নক্স ভল্ট। ইএএল৫+ নিশ্চিত করবে উচ্চমানের সুরক্ষা।

স্যামসাং আউটলেট থেকে আগ্রহী ক্রেতারা গ্যালাক্সি এ০৬ কিনতে পারবেন ১৩,৯৯৯ টাকায়।

এসএন 

Share this news on: