আমি কী করব, কিভাবে বাঁচব, তা একমাত্র আমিই ঠিক করি : বাঁধন

আমি এখানে কারো নিয়ন্ত্রণে থাকার জন্য আসিনি—বলে মন্তব্য করেছেন আজমেরী হক বাঁধন। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন এই অভিনেত্রী। কিন্তু এরপর মাস কয়েক নিজেকে আড়াল করে নিয়েছিলেন। কোথাও ছিল না কোনো আনাগোনা।

সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা হওয়া নিয়ে ফুঁসে উঠেছে শোবিজ অঙ্গন। প্রতিবাদ জানিয়ে সোশ্যালে সরব হয়েছেন বাঁধনও। তাকে নিয়েও আবার কেউ কেউ সমালোচনা করছেন।
তবে কোনো মন্তব্যের জবাব দেননি অভিনেত্রী।

এক পোস্টে সেসব সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি লেখেন, জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখানে আমি সব কিছুতে অবিলম্বে প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু মাঝে মাঝে নীরবতাকেও বিশ্বাসঘাতকতা মনে হয়।

মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পোস্টের এক স্ট্যাটাসে আজমেরী হক বাঁধন লেখেন, ‘আমি এখানে কারো নিয়ন্ত্রণে থাকার জন্য আসিনি।

আমার জীবন, আমার নিয়ম—আমি কী করব, কিভাবে বাঁচব, আর কী হব, তা একমাত্র আমিই ঠিক করি। আমার পথ আমি নিজেই বেছে নিই, আমার সিদ্ধান্ত আমার নিজের। কারো অনুমতি, প্রশংসা কিংবা স্বীকৃতির প্রয়োজন নেই আমার। আমি শুনি যখন চাই, করি যখন মন চায়, আর যে যা-ই বলুক, নিজের অবস্থানে অটল থাকি। আমাকে নিয়ন্ত্রণ করবে? কখনো না, কোনো দিন না।

এর আগে এক পোস্টে ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘ইরেশ জাকের সব সময় সত্যের পক্ষে ছিলেন। সংগ্রামের প্রতিটি মুহূর্তে তিনি আমাদের পাশে ছিলেন, ছাত্রদের পাশে ছিলেন। ৪ আগস্ট কারফিউ ঘোষণার সময় আমরা একসঙ্গে শাহবাগে ছিলাম। সেই রাতে গণভবন যাওয়ার চাপ ছিল তীব্র। কিন্তু ইরেশ জাকের প্রত্যাখ্যান করেছেন। তিনি চাপের মুখে না গিয়ে সত্যের সঙ্গে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আজ তাকে হেনস্তা হতে দেখা হৃদয়বিদারক।’ 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ Apr 29, 2025
img
রাতে গ্রেফতার, দুপুরে জামিনে মুক্ত শ্রমিক নেতা জাকারিয়া Apr 29, 2025
img
দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করতে বলেনি সরকার : তথ্য উপদেষ্টা Apr 29, 2025
img
১০০ দিন পূর্ণ, ট্রাম্প বললেন: ‘দেশ নয়, এবার গোটা বিশ্ব চালাচ্ছি’ Apr 29, 2025
img
মায়ের চিকিৎসার টাকা হারিয়ে দিশেহারা ব্যবসায়ী, উদ্ধার করে দিলো পুলিশ Apr 29, 2025
img
মডেল মেঘনা আলম কারামুক্ত Apr 29, 2025
img
বরিশালে ‘ভুয়া চিকিৎসক’কে এক বছরের কারাদণ্ড Apr 29, 2025
img
বিশ্বরেকর্ড গড়েই বাজিমাত, বৈভবের জন্য বড় পুরস্কার ঘোষণা Apr 29, 2025
img
বরিশালে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ Apr 29, 2025
img
দেশে ফিরছেন খালেদা জিয়া: পররাষ্ট্র উপদেষ্টা Apr 29, 2025