বিস্ফোরণে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে প্রাণ গেলো ২৬ জনের

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে চলন্ত গাড়ির আঘাতে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতরা দু’টি গাড়ির আরোহী ছিলেন।

সোমবার ইসলামপন্থি বিদ্রোহের কেন্দ্রস্থলে ঘটা এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বিদেশি এনজিওগুলোকে নিরাপত্তা দেওয়া দ্য ইন্টারন্যাশনাল সেইফটি অর্গানাইজেশনের এক অভ্যন্তরীণ ক্ষুদে বার্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রান ও গাম্বোরু নাগলা শহরের মধ্যে চলাচলকারী ওই গাড়িগুলো ঘরে তৈরি বোমার (আইইডি) আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ’২৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত’ হয়েছেন।

বর্নো রাজ্য পুলিশ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ঘটনার সময় ওই সড়কে ভ্রমণরত প্রত্যক্ষদর্শী লিমান টম জানান, বিস্ফোরণে গাড়িগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর সেখানে আসা সেনারা ও বেসামরিক জয়েন্ট টাস্ক ফোর্সের সদস্যরা আহতদের হাসপাতালে নিয়ে যান।

আব্বা আম্মা মুহম্মদ নামের এক ব্যক্তির মা ক্ষতিগ্রস্ত একটি গাড়িতে ছিলেন। ঘটনার জন্য তিনি বোকো হারাম জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন।

ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখতে দেখতে তিনি রয়টার্সকে বলেন, “আমি উনার দেহাবশেষ শনাক্ত পর্যন্ত করতে পারছিলাম না।”

বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও ইসলামিস্ট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইডব্লিউএপি) উত্তরপূর্বাঞ্চলে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ১৫ বছরেরও বেশি সময় ধরে লড়াই করে আসছে। তারা নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের লক্ষ্যস্থল করতে প্রায়ই আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করে।

আরআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
রোহিঙ্গা মা-শিশু ও পরিবার পরিকল্পনা সেবায় ১৬২ কোটি টাকা অনুমোদন Apr 30, 2025
img
মিরাজের দিকে তাকিয়ে সাদমান, বিজয়কে নিয়ে আশাবাদী Apr 30, 2025
img
শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে রেড অ্যালার্ট জারি করা হবে Apr 30, 2025
img
সারা দেশে রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের Apr 30, 2025
img
ইশরাকের মামলায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এনসিপির উদ্বেগ Apr 29, 2025
img
টাঙ্গাইল এলজিইডিতে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা Apr 29, 2025
সারজিসের চ্যালেঞ্জের জবাবে চা/ঞ্চ'ল্যকর তথ্য ফাঁ/স করলেন রাশেদ Apr 29, 2025
img
করিডর নিয়ে ম্যান্ডেটহীন সরকারের সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় : সালাহউদ্দিন Apr 29, 2025
কিসের ভিত্তিতে পদক পেল পুলিশ কর্মকর্তা Apr 29, 2025
চীনের বিমানঘাঁটিতে ট্রাম্পের অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন Apr 29, 2025