কনটেন্ট ক্রিয়েটর কাফি এখন কোথায়?

সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ উধাও হয়ে গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। তার অফিসিয়াল ফেসবুক পেজটিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ভক্ত ও অনুসারীরা দ্বিধায় পড়ে গেছেন- কোথায় গেলেন কাফি?
 
গত ফেব্রুয়ারিতে একুশে বইমেলায় কাফির লেখা বই প্রকাশের পর থেকেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ে তার নাম। এরমধ্যে পটুয়াখালীতে তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে; যার জন্য স্থানীয় কিছু আওয়ামী লীগ কর্মীকে দায়ী করা হয়। ঘটনার প্রতিবাদে সোচ্চার হন কাফি, যার পরিপ্রেক্ষিতে কয়েকজন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তারও হন।

এরপর ফের আলোচনায় আসেন কাফি, যখন তিনি ফেসবুকে নিজের এক মাসে ৩৮ লাখ টাকা আয়ের স্ক্রিনশট শেয়ার করেন। তবে এই ঘটনার কিছুদিন পর থেকেই গায়েব হয়ে যান কাফি। তার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজে নেই কোনো আপডেট, কোনো পোস্ট।এ বিষয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেন কাফি নিজেই।
 
“আমি ভালো আছি এবং সুস্থ আছি। বর্তমানে পটুয়াখালীতে অবস্থান করছি। প্রায় ১০-১২ দিন আগে কপিরাইট ইস্যুর কারণে ফেসবুক কর্তৃপক্ষ আমার অফিসিয়াল পেজটি সাসপেন্ড করে দিয়েছে। এজন্য সোশ্যাল মিডিয়ায় আমাকে পাওয়া যাচ্ছে না।” বলেন কাফি।

তিনি আরও জানান, তার আইটি টিম ফেসবুক পেজটি পুনরুদ্ধারে কাজ করছে। কাফির আশাবাদ, খুব দ্রুতই পেজটি তিনি ফিরে পাবেন এবং আবারও নিয়মিত হবেন অনলাইনে।
তার ভাষায়, “সোশ্যাল মিডিয়ায় আপাতত একটু বিরতি নিয়েছি।”

এমআর/টিএ


Share this news on: