পুতিনের যুদ্ধবিরতি ঘোষণায় সন্তুষ্ট হলেও স্থায়ী চুক্তি চান ট্রাম্প

ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৮ এপ্রিল) ঘোষিত এ সিদ্ধান্তে সন্তুষ্টি জানিয়েছে ওয়াশিংটন। তবে ট্রাম্প ও কিয়েভ উভয়েই স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

মস্কো জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালে ‘মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখা হবে।’ মূলত প্রতিবছর ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস হিসেবে উদ্‌যাপন করে রাশিয়া। একই দিনে নাৎসি জার্মানিকে পরাজিত করার ৮০তম বার্ষিকীও উদ্‌যাপন করবে দেশটি।

পুতিনের যুদ্ধবিরতির ঘোষণার পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রিয়ান হিউজেস সোমবার বলেন, সংঘাত থামাতে ভ্লাদিমির পুতিন যে সদিচ্ছা দেখিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে স্বাগত জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট এ বিষয়ে পরিষ্কার করে দিয়েছেন যে তিনি একটি স্থানীয় যুদ্ধবিরতি চান এবং এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান চান।

সোমবারেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিন দিনের যুদ্ধবিরতির সমালোচনা করে বলেন, এই যুদ্ধবিরতি ঘোষণা ‘একটি প্রতারণার চেষ্টা’। আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেছেন, ‘রাশিয়া যদি সত্যিকার অর্থেই শান্তি চায়, তাহলে তাদের এখনই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। ৮ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? ইউক্রেন একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি করতে প্রস্তুত।’

এর আগে খ্রিষ্টানদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে ১৯ এপ্রিল ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যুদ্ধবিরতি ঘোষণা করেও সেদিন দুই হাজার ৯০০টি হামলা চালিয়েছিল রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধেও সেদিন রাশিয়ায় হামলা চালানোর অভিযোগ আনা হয়েছিল।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আমাদের ধর্মে কখনো সন্ত্রাসবাদ শেখায় না : ইমরান হাশমি Apr 30, 2025
অভিনেতা সিদ্দিককে আদালতে নিয়ে আসা হয়েছে Apr 30, 2025
img
দ্রুত টোল আদায়ে পদ্মা সেতুতে চালু হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন Apr 30, 2025
img
খালেদা জিয়ার ভাগনে তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ Apr 30, 2025
'৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতের হামলার পরিকল্পনার তথ্য আছে' Apr 30, 2025
img
আইনি বাধ্যবাধকতায় ইশরাকের গেজেট প্রকাশ করা হয়েছে : ইসি Apr 30, 2025
img
'ধোনিকে আগামী আইপিএলে খেলতে দেওয়া উচিত হবে না' Apr 30, 2025
img
পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, এত সহজে কেউ হামলা করতে পারবে না : কড়া বার্তা মরিয়ম নওয়াজের Apr 30, 2025
ইবনে সিনা'য় সোয়া ৫কোটি টাকার এদিক সেদিক Apr 30, 2025
img
অন্ধ্রপ্রদেশে সামান্থার নামে মন্দির প্রতিষ্ঠা, প্রতি বছর হয় উৎসবের আয়োজন Apr 30, 2025