সাম্প্রতিক সময়ে নিজের নামে মন্দির দাবি করে বেশ তোপের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। পুরোহিতরা বেজায় খেপেছিলেন অভিনেত্রীর মন্তব্যে। এবার সামনে এলো সামান্থার নামে মন্দির। যদিও কোনো বিতর্ক নয়, বরং অভিনেত্রীর প্রতি এক ভক্তের নিবেদন প্রকাশ্যে এসেছে। যা অবাক করার মতোই!
দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা-অভিনেত্রীদের ঈশ্বরের মতো সম্মান দেওয়া নতুন কিছু নয়। রজনীকান্ত, এনটিআর, শ্রীদেবী, সোনু সুদ, নয়নতারা এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাদের নামে মন্দির রয়েছে দক্ষিণ ভারতে। এমনকি অমিতাভ বচ্চনের মন্দিরও রয়েছে দক্ষিণ ভারতে। তেমনি একটি মন্দির অন্ধ্রপ্রদেশের ‘দ্য টেম্পল অফ সামান্থা’।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অন্ধ্রপ্রদেশের তেনালি সন্দীপ নামে এক ব্যক্তি অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর একজন একনিষ্ঠ ভক্ত। প্রিয় অভিনেত্রীর নামে একটি মন্দিরও তৈরি করেছেন তিনি, যেখানে স্থাপিত রয়েছে সামান্থা মূর্তি। প্রতিবছরের মতো এই বছরেও সামান্থা জন্মদিন উপলক্ষে মন্দিরে বিশাল বড় আয়োজনের ব্যবস্থা করেছিলেন তিনি। সেই ব্যক্তির সামান্থার জন্মদিন পালনের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, মন্দিরের সামনে সামান্থার দুটো মূর্তি রয়েছে। একটি বড় এবং একটি সামান্য ছোট। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে মন্দিরকে সাজানো হয়েছে ফুল দিয়ে। ছোট ছোট শিশুদের নিয়ে মন্দিরের সামনে সামান্থার নাম করে কেক কাটতে দেখা যায় সন্দীপকে। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে উপলক্ষে মন্দিরের দালানে শিশুদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থাও রেখেছিলেন তিনি।
মন্দির প্রসঙ্গে গণমাধ্যমকে সেই ব্যাক্তি বলেন, ‘আমার নাম তেনালি সন্দীপ। আমি অন্ধ্রপ্রদেশের বাপাতলার আলাপারু গ্রাম থেকে এসেছি। আমি সামান্থার বিরাট বড় ভক্ত। গত তিন বছর ধরে ওঁর জন্মদিন পালন করে আসছি আমি। এই মন্দিরটিও স্থাপন করেছি আমি। প্রতিবছর এই মন্দিরে আমি বাচ্চাদের খাওয়াই এবং কেক কাটি।’
সামান্থাকে সর্বশেষ দেখা গেছে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সিটাডেল’ নামক একটি সিরিজে। আপাতত বেশ কয়েকটি প্রজেক্টের যুক্ত রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর এখন সামান্থাকে নিয়ে নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। পরিচালক রাজ নিধিমরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা, এমনটাই গুঞ্জন চলছে শোবিজ অঙ্গনে। তবে দুজনেই কেউই এখনো প্রেমের বিষয়ে মুখ খোলেননি।
আরআর/এসএন