ইউরোপমুখী বিজ্ঞাপন নির্মাণে ইকবালের নতুন যাত্রা

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। প্রথমবারের মতো বিজ্ঞাপন নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ফ্রান্সের প্রবাসী ব্যবসায়ী শাহ আলমের ‘শাহ’ ব্যান্ডের বাসমতি চালের দুটি বিজ্ঞাপন নির্মাণ করবেন ইকবাল।

বাংলাদেশেই বিজ্ঞাপন দুটির শুটিং হবে। দুই বিজ্ঞাপনে চলচ্চিত্রের দুই পরিচিত নায়িকাকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন ইকবাল নিজেই। বর্তমানে লোকেশন দেখার কাজ চলছে।

ইকবাল বলেন, দেশের বাইরে ইউরোপে আমার নির্মিত বিজ্ঞাপন দুটি প্রচার হবে। আমাদের বাংলাদেশের একজন ব্যবসায়ী শাহ আলম ভাই সম্মানের সঙ্গে ফ্রান্সে ব্যবসা করছেন। ইউরোপে তার কোম্পানির পণ্য সুনামের সঙ্গে চলছে। এটা আমাদের জন্য গর্বের।

তিনি আরও বলেন, আমরা শিল্পীর বিষয়টি অনেকটাই চূড়ান্ত করেছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে চুক্তির পর শুটিং শুরু করব। বিজ্ঞাপন দুটিতে দর্শকরা ভিন্নতা পাবেন।

আরএম/টিএ

Share this news on: