চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে গতরাতে নিজেদের মাঠে হেরে গেছে আর্সেনাল। পিএসজির কাছে ১-০ গোলের এই হারে ফাইনালে ওঠার পথ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে গানারদের জন্য। তবে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জায়গা পেতে হলে প্যারিসে ‘বিশেষ কিছু’ করতে হবে তাদের।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই খাভিচা কাভারেস্খেলিয়ার পাস থেকে ওসমান দেম্বেলে গোল করে পিএসজিকে এগিয়ে নেন।
শেষ পর্যন্ত তার করা সেই একমাত্র গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। এখন দ্বিতীয় লেগে পার্ক দে প্রিন্সেসে গিয়ে পিএসজির বিপক্ষে এক গোলের ব্যবধান ঘোচাতে হবে আর্সেনালকে।
ম্যাচের পর আর্তেতা বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিততে চাইলে কিছু বিশেষ করতে হয়। ফাইনালে থাকতে হলে আমাদের প্যারিসে গিয়েই বিশেষ কিছু করতে হবে।
ম্যাচ শুরুতে প্রথম ২০ মিনিট পুরোপুরি দাপট দেখায় পিএসজি। এরপর ধীরে ধীরে খেলায় ফেরে স্বাগতিক আর্সেনাল, তবে ফরাসি দলের জমাট রক্ষণভাগের সামনে তারা বারবার হতাশ হয়। ফলে ২০১৬ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ঘরের মাঠে কোনো চ্যাম্পিয়নস লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হয় আর্সেনাল।
‘আমাদের সামনে ফাইনালে ওঠার অনেক সুযোগ রয়েছে।
আগেও বলেছি, এই প্রতিযোগিতায় ফাইনালে উঠতে হলে কিছু বিশেষ করতে হয়। আর সেটা করার সময় আসবে প্যারিসে,’—বলেন আর্তেতা।
চ্যাম্পিয়নস লিগে ১৫ বছরেরও বেশি সময় পর এটি আর্সেনালের প্রথম সেমিফাইনাল। সর্বশেষ তারা ফাইনালে উঠেছিল ২০০৫-০৬ মৌসুমে। অন্যদিকে, পিএসজির লক্ষ্য তাদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
দ্বিতীয় লেগ আগামী সপ্তাহে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে। সেখানেই নির্ধারিত হবে কে যাচ্ছে ফাইনালে।
আরএম/টিএ