কেএমপি ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপির, দাবি পুলিশের দুই কর্মকর্তার বিচার

খুলনার খানজাহান আলী থানার ওসি কবির হোসেন ও এসআই ইস্তিয়াককে প্রত্যাহার ও বিচারের দাবিতে আগামী ৫ মে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে বিএনপি। বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় শিরোমনি কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

খানজাহান আলী থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে অভিযোগ করা হয়, সম্প্রতি থানা পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছে। এ সময় নেতারা অভিযুক্ত ওসি ও এসআইয়ের দ্রুত প্রত্যাহার দাবি করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, “প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো শেখ হাসিনার দোসররা সক্রিয় রয়েছে। তারা দেশের অস্থিতিশীলতা বাড়িয়ে জুলাইয়ের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।” তিনি হুঁশিয়ার করে বলেন, “দাবি না মানা হলে ৫ মে খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয় ঘেরাও করা হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর, সোনাডাঙ্গা থানা বিএনপির হাফিজুর রহমান মনি, খালিশপুর থানার শেখ মো. আলী বাবু, দৌলতপুর থানার মুর্শিদ কামাল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এসএস/এসএন

Share this news on: