বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান সোশ্যাল মিডিয়ায় নিজেকে ঘিরে চলা নানা ধরনের ট্রল ও নেতিবাচক মন্তব্য নিয়ে খোলামেলা কথা বলেছেন।
দীপ্ত টেলিভিশনের অনুষ্ঠানে ‘সোশ্যাল সেলেবস’-এ উপস্থাপিকা তমা রশিদের মুখোমুখি হয়ে তিনি জানান, আমি আসলে তাদের জন্য কাজ করি, যারা আমাকে ভালোবাসে, সাপোর্ট করে। যারা হেট করে, তাদের জন্য ভাবার মতো সময় আমার নেই।
অনুষ্ঠানে ফারিন বলেন, আমার ছবির নিচে নানা অদ্ভুত কমেন্ট দেখি। কেউ লেখে ‘যুব সমাজ ধ্বংস’, কেউ লেখে ‘সুন্দর, কিন্তু সমস্যা আছে।’ কেউ আবার বলে, ‘আপনি হট মডেল, ভুলে যাবেন না আপনি একজন মুসলিম।’ এসব দেখে আমার কেবল মনে হয় — তারা কীভাবে এসব বলার অধিকার পায়?
এ সময় ফারিন স্পষ্টভাবে বলেন, আমি মুসলিম এবং আমি আমার ধর্ম মানি। তবে তাই বলে আমি শাড়ি পরলে, একটু পিঠ দেখা গেলে, তাতে যদি কারও সমস্যা হয়, সেটা তার দৃষ্টিভঙ্গির সমস্যা। শাড়ি তো আমাদের ঐতিহ্য।
অনুষ্ঠানের একটি পর্যায়ে তাকে একটি ছবি নিয়ে ট্রল করা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি ব্যাখ্যা দেন, ছবিটা ছিল শাড়ি পরা, ব্লাউজটা একটু খোলা। এটাকে কেন্দ্র করে যেসব কমেন্ট করা হয়, তা আসলে রুচিহীনতার পরিচয়। মানুষ সবই দেখে, কিন্তু সবসময় সব বলা উচিত নয়।
সোশ্যাল মিডিয়ার কিছু নেতিবাচক ব্যবহার নিয়ে বিরক্তি প্রকাশ করে ফারিন বলেন, একজন লিখেছে, আমি ‘জঘন্যতম নিম্ন পর্যায়ে চলে গেছি’। আমি তো চেষ্টা করবো সেই ‘নিম্ন’ থেকে উঠে আসতে। কিন্তু এমন ভাষা ব্যবহার করাটা কি কারও উচিত?
এসএন