সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নজরদারি শুরু

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নজরদারি শুরু করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলাল উদ্দিন আহমেদ রোববার এক বৈঠক শেষে এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ইতিমধ্যে প্রশাসন ২৪ ঘণ্টা সামাজিক মাধ্যমের ওপর নজরদারি শুরু করেছে। কমিশনও সোমবার থেকে মনিটরিং করবে। এ জন্য আইসিটি কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে। এই টিম অন্যদের পাশাপাশি কাজ করবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাবে, তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেয়া হবে।

সভায় বিটিআরসি, পুলিশ, সিআইডি, র‌্যাব, সংশ্লিষ্ট সংস্থা, দপ্তরের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

 

টাইমস/পিআর

Share this news on:

সর্বশেষ