ঐশ্বরিয়া-আনুশকার নায়কের সিনেমা নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানে

ঘটনা ২০১৬ সালের। উরি হামলার প্রভাব পড়েছিল পাকিস্তানেও। সেই সময়ে ভারতীয় সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ বলিউডে অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। সিনেমায় তার সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুশকা শর্মার মতো তারকারা। উরির ঘটনায় সমস্যার মুখোমুখি হয়েছিল সিনেমাটি। ফাওয়াদ খানের অভিনয়ের কারণে সিনেমাটি ভারতে মুক্তি পেতেই যথেষ্ট ঝামেলা পোহাতে হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সিনেমায় পাক শিল্পীরা নিষিদ্ধ হয়ে যান।

আবার আট বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় হতাশ পাক নায়ক। পহেলগাঁওকাণ্ডের পর ভারত নিষিদ্ধ করছে পাক অভিনেতাদের। এবার একই পথেই কি হাঁটবে পাকিস্তান? এমনই চর্চা শুরু হয়েছে পড়শি দেশের একটি সিদ্ধান্তে।

পহেলগাঁও ঘটনার পর বলিউডে নিষিদ্ধ অভিনেতা ফাওয়াদ খানের সিনেমা ‘আবির গুলাল’। সিনেমার নায়িকা বাণী কাপুরও নিজ দেশের অভিনেতাদের থেকে যথেষ্ট অপমানিত হয়েছেন। কারণ তিনি পহেলগাঁওয়ে নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর দুঃখপ্রকাশ না করে ফাওয়াদের সঙ্গে সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন।

এবার পালা সম্ভবত পড়শি দেশের। ভারতীয় নায়িকার সঙ্গে অভিনয়ের অপরাধে এবার নিজের দেশে নিষিদ্ধ হতে চলেছে ফাওয়াদের ‘আবির গুলাল’ সিনেমাটি। সিনেমার মুখ্য পরিবেশক সতীশ আনন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাণীর সঙ্গে অভিনয়ের কারণে পাকিস্তানেও দেখা হবে না ওই সিনেমাটি।

সতীশ আনন্দ বলেন, দুই দেশের কোথাও মুক্তি না পেলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন সিনেমার প্রযোজক। দুই দেশের রাজনৈতিক বিরোধ ছায়া ফেলছে খেলা, শিক্ষা ও শিল্প-সংস্কৃতিতে, যা একেবারেই কাম্য নয়। তিনি বলেন, ফাওয়াদ অবশ্য আশা একেবারে ছাড়েননি। তিনি সিনেমার প্রচার তার মতো করে করছেন।

উল্লেখ্য, ভারতে এই পাক অভিনেতার বড়সংখ্যক অনুরাগী রয়েছে। তাকে ভালোবেসে ‘পঞ্চম খান’ বলে ডাকেন তারা। অভিনেতার ঝুলিতে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছাড়াও রয়েছে ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘খুবসুরত’-এর মতো হিট সিনেমা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস Apr 30, 2025
img
জাতীয় নাগরিক পার্টির সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক Apr 30, 2025
img
২২ বিলিয়ন ডলার ছাড়াল দেশের প্রকৃত রিজার্ভ Apr 30, 2025
img
গণঅভ্যুত্থানে শহীদের পরিবার ও আহতদের আড়াই কোটি টাকার চেক প্রদান Apr 30, 2025
img
সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত Apr 30, 2025
img
বিএনপি হোক বা আওয়ামী লীগ, মিথ্যা মামলা চাই না: মির্জা ফখরুল Apr 30, 2025
img
নারী সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী: জামায়াত আমির Apr 30, 2025
img
ভারতের নিরাপত্তা উপদেষ্টা পর্ষদে বড় ধরনের পরিবর্তন Apr 30, 2025
img
ব্রাজিল-রিয়াল নাটকীয়তার মধ্যে আনচেলত্তিকে সৌদির লোভনীয় প্রস্তাব Apr 30, 2025
img
সালমান খানের বিয়ে না করাই ভালো- আমিশা পাটেল Apr 30, 2025