দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না এখন ব্যস্ত সময় পার করছেন বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করার লড়াইয়ে। 'রুদ্র' ও 'ফারজি'র মতো জনপ্রিয় ওয়েব সিরিজের মাধ্যমে হিন্দি বিনোদন অঙ্গনে ফের আলোচনায় আসেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক হিন্দি প্রজেক্ট। বলাই যায়, মুম্বাইয়ে নিজের জায়গা গড়তে নতুন উদ্যমে কাজ করছেন রাশি।
২০১৩ সালে বলিউড সিনেমায় অভিষেক হলেও তেলেগু ও তামিল ইন্ডাস্ট্রিতেই মূলত জনপ্রিয়তা অর্জন করেছেন দিল্লি-জন্ম রাশি খান্না। 'সুপ্রিম', 'থোলি প্রেমা', 'সর্দার', 'থিরুচিত্রাম্বালাম'-এর মতো দক্ষিণী ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি।
কাজের ফাঁকে কিছুটা বিশ্রাম নিতে সম্প্রতি পাহাড়ঘেরা একটি স্থানে ছুটি কাটাতে গেছেন রাশি খান্না। ইনস্টাগ্রামে ছুটির কিছু ছবি পোস্ট করে জানান দিয়েছেন নিজের অবসরের মুহূর্ত। একটি ছবিতে লাল রঙের মনোকিনি পরিহিত অবস্থায় সুইমিং পুলে দেখা গেছে তাকে। ক্যাপশনে লেখেন, “হারিয়ে গিয়েছি। আর চাই না আমায় কেউ খুঁজে পাক।”
শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি পরিবেশে সময় কাটালেও ঠিক কোথায় কিংবা কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।