ফ্যাসিস্টদের সমর্থক মালিকানাধীন কারখানা বন্ধ করা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত: রিজভী

আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন শিল্প-কারখানা বন্ধ করে হাজার হাজার শ্রমিক বেকার করা, অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রশাসক দিয়ে ওইসব শিল্প-কারখানা চালু রাখলে এত শ্রমিক বেকার হতো না বলেও দাবি তাঁর।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসে শ্রমিক দলের সমাবেশ ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তাঁর দাবি, এমনিতেই দিন দিন দেশে বেকারের সংখ্যা বাড়ছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকার বেশ কিছু শিল্প-কারখানা বন্ধ করে দিয়ে এই সংকট বাড়িয়ে তুলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমিকের অধিকার আদায়ে (১ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সমাবেশের বিষয়ে অবহিত করা হয়েছে। এই সমাবেশে শ্রমিকদের বিভিন্ন দাবির পাশাপাশি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে।

রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন; কিন্তু তাদের যেসব প্রতিষ্ঠান ছিল, সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিলেন। সেই শ্রমিকদের ছাঁটাই করে মিল-কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মনে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তটি সঠিক হয়নি। কারণ, ওগুলোকে বাঁচানো দরকার ছিল।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার আশঙ্কা পাকিস্তানে May 01, 2025
img
ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর হাতে প্রাণ গেল রিকশাচালকের May 01, 2025
img
নিয়মিত যেসব খাবার খেলে কমতে পারে ক্যান্সারের ঝুঁকি May 01, 2025
img
‘অস্বাস্থ্যকর’ বাতাসে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে ঢাকা May 01, 2025
img
সুইডেনের রাজাকে রাষ্ট্রদূত ওয়াহিদার পরিচয়পত্র পেশ May 01, 2025
img
খুবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ May 01, 2025
img
দুই মাসের নিষেধাজ্ঞার পর পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু May 01, 2025
img
চাহালের হ্যাটট্রিক, এক ওভারেই ৪ উইকেট শিকার May 01, 2025
img
পরকীয়ার জেরে কনস্টেবল হত্যার ঘটনায় স্ত্রী ও বান্ধবী গ্রেফতার May 01, 2025
img
রাবি রেজিস্ট্রারের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ May 01, 2025