পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় কেটে গেছে এক সপ্তাহেরও বেশি সময়। কিন্তু এখনও দেশজুড়ে রয়ে গেছে শোকের ছায়া। এই ঘটনার তীব্র প্রভাব পড়েছে কমেডিয়ান ভারতী সিংয়ের মনেও। বর্তমানে ছুটি কাটাতে দুবাইয়ে অবস্থানরত ভারতী জানিয়েছেন, হামলার ভিডিও দেখার পর থেকে তিনি ভালো করে ঘুমোতেও পারছেন না।
এক ভিডিওবার্তায় ভারতী বলেন, “গত কয়েকদিন ধরেই মনটা খুব খারাপ। ইনস্টাগ্রামে পহেলগাঁওয়ের ঘটনার ভিডিওগুলো যত দেখছি, ততই মন ভারী হয়ে যাচ্ছে। বিমানে বসেও কেঁদে ফেলেছি। এত ছোট ছোট বাচ্চা! আমি আর দেখতে পারছি না এসব ভিডিও।”
বিদেশ ভ্রমণ সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “যাদের কিছুটা সামর্থ্য আছে, তারা দুবাই, সিঙ্গাপুর, ব্যাঙ্কক ঘুরে আসে। কিন্তু মধ্যবিত্ত বা গরিব মানুষের জন্য কাশ্মীর, শিমলা, বৈষ্ণো দেবীর মতো জায়গাই ভরসা। এখন সেগুলোও নিরাপদ মনে হচ্ছে না। ওরা কোথায় যাবে?”
শেষে ভারতী আবেদন জানিয়ে বলেন, “আমরা শান্তি চাই। দয়া করে পরিস্থিতি শান্ত করুন।”