বুয়েট ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে আজ বুধবার জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির গান পরিবেশনের কথা ছিল। তবে, গতকাল মঙ্গলবার তাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন ন্যান্সি। তার দাবি, রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে ন্যান্সি লিখেছেন, "আজকে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা ছিল। গত রাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।"
অভিযোগ অনুসারে, আয়োজকরা ন্যান্সিকে জানায় যে, বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থী তাদের জানিয়েছিলেন, শিল্পীদের নামের তালিকা দেখে রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে, অনুষ্ঠানে কোনো রাজনৈতিকভাবে সম্পৃক্ত শিল্পী অংশ নিলে তা অনুষ্ঠান বয়কটের দিকে নিয়ে যাবে। এই তথ্য তাকে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জানানো হয়।
রাজনৈতিক মতাদর্শের বিষয়টি উল্লেখ করে ন্যান্সি বলেন, "বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করে আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? যদি রাজনৈতিক পরিচয় থাকলে এমনভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়, তাহলে এটা কি প্রফেশনাল আচরণ?"
এছাড়া, আয়োজকদের প্রমো ভিডিওর ব্যাপারে তিনি মন্তব্য করেন, "একটি প্রমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছিল ‘মেলোডি কুইন’।"
শেষে তিনি আয়োজকদের উদ্দেশে বলেন, "নিয়ম অনুযায়ী, পুরো সম্মানী আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন।"
এসএস/এসএন