দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন বিএনপি নেতা গিয়াস কাদের ও গোলাম আকবর

রাউজানের দুই সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খোন্দকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়ে নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বুধবার (৩০ এপ্রিল) তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী দুই নেতাকে শোকজ করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

জানা যায়, এর আগে গত বছরের ৬ নভেম্বরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন।

তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি। এবার একই অভিযোগে গোলাম আকবর খোন্দকারসহ দুই নেতা একসঙ্গে শোকজ নোটিশ পেলেন। রাউজানের রাজনীতিতে গিয়াস কাদের চৌধুরীর সঙ্গে গোলাম আকবর খোন্দকারের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামের রাউজানে দুই নেতার অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই প্রকাশ্যে আসে।

এ নিয়ে গত ৭ মাসে রাউজানে আটটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসবের পেছনে দুই নেতার অনুসারীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

এফপি/টিএ 

Share this news on: