‘তুফান’-এর পর ফের একসঙ্গে আসছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও পরিচালক রায়হান রাফী। তাদের নতুন ছবির নাম ‘তাণ্ডব’, যা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আসন্ন কোরবানির ঈদে। ইতোমধ্যে শুরু হয়েছে শুটিং—আর সেই শুটিংয়ের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল।
ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর-কে। রাজশাহীতে ধারণ করা শুটিংয়ের কিছু ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে। দর্শকদের মাঝে যেমন উচ্ছ্বাস, তেমনি শুরু হয়েছে সমালোচনাও।
কেউ বলছেন, “এগুলো পরিকল্পিত প্রমোশন”, কেউ আবার অভিযোগ করছেন, “অপেশাদারিত্বের ফলেই গোপন ভিডিও ফাঁস হচ্ছে।”
তবে বিতর্ক যা-ই হোক, ‘তাণ্ডব’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। কারণ, এই ছবিতে প্রথমবারের মতো দেখা যাবে শাকিব-সাবিলা জুটির ক্যামিস্ট্রি। নির্মাতারা বলছেন, এটি হবে অ্যাকশন, ড্রামা আর উত্তেজনায় ভরপুর একটি পূর্ণাঙ্গ কমার্শিয়াল সিনেমা।
ছবিটি প্রযোজনা করছেন শাহরিয়ার শাকিল, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্ট। পরিচালনায় রয়েছেন রায়হান রাফী।
এসএস/এসএন