ষাট বছরে এসে প্রেম খুঁজে পেয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। পরিকল্পনা নাকি তৃতীয় বিয়ের, এমনই গুঞ্জন। নিজের গেল জন্মদিনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন নায়ক, সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রেমিকাকে।
শোনা যায়, গৌরী স্প্র্যাট নামের সেই প্রেমিকার সঙ্গে 'লিভ ইন' এ আছেন আমির খান। যদিও তা গুঞ্জন পর্যন্তই। আর এসব ভেবেই নাকি বাবার প্রেমের সম্পর্ক মেনে নিতে পারছেন না আমির কন্যা ইরা খান।
আমিরের প্রেমের খবর প্রকাশ্যে আসার পরই বাবার বাড়িতে যান ইরা। সেখান থেকে ফেরার পথে চোখে জল নিয়ে বের হন আমির কন্যা। তা দেখে অনেকে ধারণা করেন, বাবার এই প্রেম মেনে নিতে পারছেন না মেয়ে।
ইরা জানিয়েছিলেন, এসব নিয়ে কোনো সমস্যা নেই তার। বরং শৈশবে অভিমান ছিল বাবাকে নিয়ে। তাদের নাকি একদমই সময় দিতেন না আমির। নায়কও সেটি স্বীকার করে নিয়েছিলেন।
কিন্তু এখনও নাকি বাবার ওপর অভিমান কাটেনি ইরার। শুধু তাই নয়, এ নিয়ে অবসাদেও ভুগছেন তিনি। মেয়েকে নিয়ে মনোবিদের কাছেও গেছেন আমির। আর তা নিয়ে অপরাধবোধে ভুগেছেন নায়ক। আর সে চিন্তা করে বাবার ওপর আর অভিমান রাখেননি আমির কন্যা।
ইরার কথায়, ‘আমার নিজের কষ্টের তুলনায় বাবার অপরাধবোধটা এতটাই বেশি হয়ে যায় যে, তাকে ক্ষমা করে দেওয়াটাই শ্রেয় মনে হয়।’
এসএন