এক দিনে দুইবার জয়োৎসব বাংলাদেশের

চট্টগ্রাম টেস্টে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়েছে শান্ত-মিরাজরা। একই দিনে জয় পেয়েছে যুবা দলও, শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত এক সাফল্য এনে দিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে ইয়াং টাইগাররা। টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি ৫০ ওভারের বদলে ২৮ ওভারে নেমে আসে।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ২০ রানে প্রথম উইকেট হারায় তারা। কালাম সিদ্দিকী করেন ৬ রান। আগের ম্যাচে সেঞ্চুরি করা জাওয়াদ আবরার এদিন দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন। তিনি ৩৫ বলে করেন ৩৮ রান।

অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ স্কোরবোর্ডে ২ উইকেটে তোলে ১৪৪ রান। তিনি ৮৪ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। রিজান ৩৮ বলে করেন ২৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ৫১ রানের মধ্যে তারা হারায় ৫টি উইকেট। বৃষ্টি ফের হানা দেওয়ার আগে স্বাগতিকরা ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান করতে সক্ষম হয়। এরপর আর খেলা সম্ভব হয়নি। বৃষ্টি আইনে বাংলাদেশ জয় পায় ৩৯ রানে।

বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও আল ফাহাদ। এই জয়ে ছয় ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।


এসএস/এসএন

Share this news on: