শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন সুনীল নারিন। ব্যাট, বল, ফিল্ডিং এমনকি অধিনায়কত্বেও ছিলেন আলোচনার কেন্দ্রে। দুর্দান্ত এই অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে পেয়েছেন ম্যাচসেরা পুরস্কার। সেই সঙ্গে গড়েছেন একটি রেকর্ডও।
টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নির্দিষ্ট দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন নারিন। দিল্লির বিপক্ষে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এতে কেকেআরের হয়ে তার মোট উইকেটসংখ্যা দাঁড়ায় ২০৮-এ।
এই রেকর্ড এতদিন এককভাবে ছিল ইংল্যান্ডের অলরাউন্ডার সামিত প্যাটেলের দখলে। নটিংহ্যামশায়ারের হয়ে তিনি নিয়েছেন ২০৮ উইকেট, তবে সেটা করতে লেগেছে ২৩৩ ম্যাচ। সেখানে নারিনের লেগেছে মাত্র ১৯৫টি ম্যাচ।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন হ্যাম্পশায়ারের ক্রিস উড (১৯৯ উইকেট), এরপর রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নেওয়া লাসিথ মালিঙ্গা এবং গ্লস্টারশায়ারের ডেভিড পেইন (১৯৩ উইকেট)।
২০১২ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন নারিন। প্রথম মৌসুমেই আইপিএল জেতে কলকাতা, যেখানে বড় অবদান ছিল তার। এরপর ২০১৪ এবং চলতি ২০২৪ মৌসুমেও শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।
আইপিএলে তার উইকেট সংখ্যা ১৯০, আর চ্যাম্পিয়ন্স লিগে ১৮ উইকেট মিলিয়ে কেকেআরের জার্সিতে মোট ২০৮ উইকেটের মালিক এখন নারিন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বেশ কার্যকর ছিলেন তিনি।
এসএস/এসএন