ছাত্রদের মধ্যেই যখন দেখি ক্ষমতার লোভ তখন মনে কষ্ট হয়: হাবিব-উন-নবী

ছাত্রদের উপদেষ্টা হওয়া বিষয়ে সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, আমি বিশ্বাস করি ছাত্রদের এই সরকার যাওয়া (উপদেষ্টা হওয়া) ভুল হয়েছে। আমরা সবসময় দেখতে চাই, দেশে একটা গোষ্ঠী থাক। ছাত্রনেতারা থাকবে নির্লোভ। তাদের মধ্যে কোনো লোভ থাকবে না ক্ষমতার। এরকম একটি গোষ্ঠী থাক।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সরকারে থাকা প্রসঙ্গে হাবিব-উন-নবী খান সোহেল আরও বলেন, ‘সেই ছাত্রদের মধ্যেই যখন দেখি ক্ষমতার লোভ তখন মনে কষ্ট হয়। যখন পত্র-পত্রিকায় দেখি আমাদের ছোট ভাইয়ের পিএস, এপিএসরা দুর্নীতি করে তখন কষ্ট লাগে। এপিএসরা যদি এত টাকা কামায়, তাইলে পিএসরা কী করেছে!’

তিনি বলেন, ‘যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে তারা দেশের অনেক বড় ক্ষতি করেছেন। আমরা আগে জানতাম বিপ্লব নাকি তার সন্তানদের খেয়ে ফেলে। এখন দেখি উল্টো সন্তানরাই বিপ্লব খেয়ে ফেলার অবস্থা তৈরি করেছে।’

সম্মেলন উদ্বোধন করবেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।

তাড়াইলে উপজেলা বিএনপির আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এবার ইরানের পরমাণু গবেষণার এলাকায় বিস্ফোরণ May 01, 2025
img
মার্কিন নীতির প্রতিবাদে কোকাকোলা বর্জনের ঢেউ ইউরোপেও ! May 01, 2025
img
জ্বালানি সরবরাহ বাড়াতে পেট্রোবাংলার পদক্ষেপ May 01, 2025
img
দেশ গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি : প্রধান উপদেষ্টা May 01, 2025
ব্রয়লার মুরগিতে নতুন ব্যাকটেরিয়ার ভয়ংকর রূপ! May 01, 2025
২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা May 01, 2025
আট মাসে দুদকের হানায় জব্দ ১৩ হাজার কোটি টাকার সম্পদ May 01, 2025
পাকি'স্তানের আকাশসীমা বন্ধে ভুগছে যুক্তরাষ্ট্রের যাত্রীরা May 01, 2025
সাকিবকে ছাড়িয়ে বিশ্বসেরাদের কাতারে এখন মিরাজ May 01, 2025
img
লোকসান কমাতে বিদ্যুতের দাম সমন্বয় করতে চায় ডেসকো-ওজোপাডিকো May 01, 2025