আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ
মোজো ডেস্ক 09:51PM, Apr 30, 2025
১৫ বছর পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে করে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জন্য আর সরকারের অনুমতির প্রয়োজন পড়বে না বলে মনে করা হচ্ছে।
ইসি সচিব মো. আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংজ্ঞা সংশোধনের সুপারিশ করে মন্ত্রিপরিষদ সচিবের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, “নির্বাচনী সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বাস্তবায়নযোগ্য সুপারিশ চাওয়া হলে আমরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করার প্রস্তাব দিই।”
ইসির কর্মকর্তারা জানান, স্বাধীনতার পর থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ব্যবহৃত হলেও সে সময় পর্যন্ত তারা এই সংজ্ঞার আওতায় আনেনি। তবে এরপর ২০০৮ সালের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হয় এবং ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেওয়া হয়।
ইসির এই প্রস্তাব কার্যকর হলে ভবিষ্যতে নির্বাচনকালে সেনাবাহিনী মোতায়েন সহজতর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।