প্রত্যাশিত সময়ের আগেই চোট কাটিয়ে ফিরেছেন বার্সেলোনার প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে এখনই তাকে ফিরিয়ে আনার পরিকল্পনা নেই কোচ হান্সি ফ্লিকের। ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেছেন বার্সা বস।
ফ্লিক জানান, ইউরোপ সেরার লড়াইয়ে গোলপোস্টে থাকবেন অভিজ্ঞ পোলিশ গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনি। তবে লা লিগায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
তিনি বলেন, “টেক (স্ট্যান্সনি) চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। হয়তো লা লিগায় পরিস্থিতি বদলে যাবে। আমরা পরে দেখব।”
গত সেপ্টেম্বর লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে চলে যান টের স্টেগেন। চিকিৎসকদের ধারণা ছিল, মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আর খেলা হবে না তার। তবে প্রত্যাশার আগেই মাঠে ফেরার প্রস্তুতি নিয়ে ফেলেন তিনি। গত মাসে অনুশীলনে ফেরার পর কোপা দেল রের ফাইনালের স্কোয়াডেও ছিলেন এই জার্মান তারকা, যদিও গোলপোস্টে ছিলেন স্ট্যান্সনি।
টের স্টেগেনের অনুপস্থিতিতে বার্সা চুক্তিবদ্ধ করে অবসর ভেঙে ফেরা স্ট্যান্সনিকে। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইনিয়াকি পেনিয়াকে ছাড়িয়ে দেন ফ্লিকের প্রথম পছন্দ হয়ে ওঠেন এই পোলিশ গোলরক্ষক।
বার্সেলোনা এখনও দুইটি শিরোপার দৌড়ে টিকে আছে। লা লিগায় তারা রেয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে এবং বাকি রয়েছে পাঁচ রাউন্ড। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার সেমিফাইনালে ঘরের মাঠে ইন্টার মিলানের মুখোমুখি হবে কাতালানরা।
এসএস/এসএন