লোকসান কমাতে বিদ্যুতের দাম সমন্বয় করতে চায় ডেসকো-ওজোপাডিকো

লোকসান কমাতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে বিদ্যুতের দাম সমন্বয় করার আবেদন জানিয়েছে বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। সম্প্রতি এই আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।

বর্তমানে ৩৩ কেভিতে ডিপিডিসির তুলনায় ইউনিট প্রতি প্রায় ৩ পয়সা বেশি বিল দিচ্ছে ডেসকো। ডিপিডিসি ইউনিট প্রতি ৮.৫৬০০ টাকা হারে বিল দিলেও ডেসকোকে পরিশোধ করতে হচ্ছে ৮.৫৮৮০ টাকা দরে। অন্যদিকে নেসকোর তুলনায় ৪১ পয়সা বেশি বিল দিতে হচ্ছে ওজোপাডিকোকে। নেসকো ইউনিট প্রতি ৭.০৪ টাকা হারে বিল দিলেও ওজোপাডিকোকে দিতে হচ্ছে ৭.৪৬ টাকা।

এ বিষয়ে ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বলেন, তারা বিইআরসির কাছে বিদ্যুতের দাম সমন্বয় করার কথা বলেছেন। রংপুর অঞ্চলের বিতরণ কোম্পানি নেসকোর সঙ্গে তাদের বাল্ক রেটের পার্থক্য থাকায় তাদের ওপর আর্থিক চাপ তৈরি হচ্ছে এবং এই ব্যবধান কমাতে তারা মূল্য সমন্বয়ের আবেদন করেছেন।

অপরদিকে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ বলেন, বাল্ক রেটে যা কেনেন, তার চেয়ে দশমিক শূন্য দুই আট পয়সা কমে তাদের রেট, যা ডিপিডিসির চেয়ে কম। এতে বছরে তাদের প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়। এই ব্যবধান সমান করার জন্য তারা বিইআরসি কর্তৃপক্ষকে জানিয়েছেন। এছাড়াও, তাদের ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম বলেও জানান তিনি।

এফপি/টিএ 

Share this news on: