ঢাকায় আসছেন এবার ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার আলোচিত চরিত্র ‘জিল্লু’ ওরফে শ্যাম ভট্টাচার্য।
আগামীকাল শুক্রবার (০২ মে) সকালের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পা রাখবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কলকাতার এই অভিনেতা।
শ্যাম ভট্টাচার্য বলেন, আগামীকাল সকালের ফ্লাইটে ঢাকায় আসব। এসে দুই-তিন দিন থাকার পরিকল্পনা আছে।
তিনি আরো বলেন,‘ ছবিটি রিলিজ হওয়ার পর তো আমার এখনো দেখা হয়নি, যেহেতু কলকাতায় এখনো রিলিজ হয়নি। বাংলাদেশ থেকে আমার চরিত্রটির জন্য যে পরিমাণ সাড়া পাচ্ছি, আর দেরি সহ্য হচ্ছে না। তাই এবার চলে আসতেছি দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখার জন্য।’
প্রসঙ্গত, বরবাদ মুক্তির পর সিনেমাটিতে শাকিব খানের দেওয়া ‘এই জিল্লু মাল দে’ সংলাপটি তুমুল ভাইরাল।
মানুষের মুখে মুখে ফিরছে সংলাপটি, সেই সঙ্গে জিল্লুর অভিনয়েরও প্রশংসা হচ্ছে বেশ। চরিত্রটিতে অভিনয় করেছেন কলকাতার শ্যাম ভট্টাচার্য।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। এ ছাড়া রয়েছেন মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, নাদের খান, শহিদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত প্রমুখ।
এসএম/টিএ