আইপিএলে ম্যাচ জিতিয়েও শাস্তি পেলেন শ্রেয়াস

চেন্নাই সুপার কিংসকে গতকাল তাদের মাঠেই ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। দলের ষষ্ঠ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১৭৫.৬০ স্ট্রাইকরেটে ৭২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।তবে জয় ও ম্যাচসেরার সুখস্মৃতি খুব একটা দীর্ঘ হয়নি শ্রেয়াসের।

আজ যে দুসংবাদ শুনতে হয়েছে তাকে। স্লো ওভাররেটের কারণে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা গুণতে হয়েছে পাঞ্জাবের অধিনায়ককে। এক বিবৃতি দিয়ে বিষয়টি আজ নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
 
বিবৃতিতে বিসিসিআই লিখেছে,‘আইপিএলের ৪৯তম ম্যাচে স্লো ওভাররেটের কারণে জরিমানা করা হয়েছে শ্রেয়াসকে ।আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এটি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এবারের মৌসুমে আইয়ারের দলের প্রথম ঘটনা হওয়ায় ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে তার।
 
অবশ্য দুসংবাদটা যে শ্রেয়াস পেতে যাচ্ছেন তা আগেই টের পাওয়া গিয়েছিল। নিজেদের বোলিং ইনিংসের শেষ ওভারে যখন ৩০ গজের বাইরে ৪ জন ফিল্ডার রাখতে বাধ্য হয় পাঞ্জাব।

এবারের আগে স্লো ওভাররেটের কারণে অধিনায়করা নিষিদ্ধ হলেও নতুন নিয়মে তা আর হচ্ছে না। শুধু জরিমানা আর ডিমেরিট পয়েন্টে অপরাধের শাস্তি ভোগ করছেন অধিনায়করা। 

এমআর/এসএন


Share this news on: