বিয়ে না করার কারণ জানালেন আমিশা

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। ২০০০ সালে হৃতিক রোশনের সঙ্গে ‘কাহো না প্যায়ার হ্যা’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু হয় তার। প্রথম সিনেমাই বক্স অফিসে ব্লকবাস্টার খেতাব পায়। এরপর তার ক্যারিয়ারে অন্যতম মাইলফলক হয়ে আসে সানি দেওলের সঙ্গে ‘গাদার’ সিনেমাটি।

অলটাইম ব্লকবাস্টার হয়ে যায় এটি। তবে সেই খ্যাতিও ধরে রাখতে পারেননি আমিশা। এরপর বেশ কিছু সিনেমা ফ্লপ হয় তার। বর্তমানে সেভাবে পর্দায় দেখা মেলে না আমিশার। তবে এ নায়িকাকে ঘিরে ভক্তদের কৌতূহল কম নয়।

আমিশার অভিনয়জীবনের মতোই ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল চোখে পড়ার মতো। ব্যক্তিজীবনে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কের কথা শোনা গেলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি এ নায়িকা। কবে করবেন বিয়ে? এমন প্রশ্ন প্রায়ই শুনতে হয় তাকেও।

তবে অভিনেত্রীর ভাষ্য, তিনি একাই সুখে আছেন।

ফিল্মি মন্ত্র-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা প্যাটেল জানান, তিনি একাকী জীবনেই বেশ ভালো আছেন। বিয়ে তার কাছে কোনো প্রয়োজনীয় বিষয় নয়। আমিশা বলেন, ‘আমি আমার জীবন নিয়ে খুবই খুশি। আমার বন্ধুর অভাব নেই।

আমি আমার কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে সেখানে আর কিছু রাখার জায়গা নেই।’

আমিশা আরো বলেন, ‘আমি এখনো এমন কাউকে খুঁজে পাইনি, যিনি আমার সব শর্ত পূরণ করবেন। আমি আমার নিজের মানুষ। আমি যেমন আছি তাতেই খুশি।’

সাক্ষাৎকারে অভিনয় জগতের চ্যালেঞ্জগুলোকেও অকপটে স্বীকার করেন আমিশা। তিনি বলেন, ‘একজন পুরুষের জন্য এটা মেনে নেওয়া কঠিন যে সে তার সঙ্গীর ছায়াতলে থাকবে। এটা সত্যিই কঠিন। অবশ্যই আমার সুখকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে তাকে আরো বুঝতে হবে আমার দীর্ঘ কর্মজীবন, ব্যস্ত শিডিউল আর কাজের দায়বদ্ধতা। এ সব কিছু মিলিয়ে আমি একটা সম্পর্কে কীভাবে সময় দিতে পারি? আমি মনে করি না যে আমি কোনো সম্পর্কে সুবিচার করতে পারব।’

এই বক্তব্যের মাধ্যমে আমিশা প্যাটেল একজন স্বাধীনচেতা, আত্মবিশ্বাসী নারী হিসেবে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন, যিনি নিজের পরিচয় এবং পেশাগত অগ্রাধিকারের সঙ্গে আপস করতে রাজি নন। তাই এখন পর্যন্ত একাকী জীবনকেই সঙ্গী করে চলেছেন এ অভিনেত্রী।

আরআর/এসএন

Share this news on: