এখনই জাতীয় দলে খেলতে পারবেন না বৈভব, আইসিসির যে নিয়ম বাধা

আইপিএলের সর্বশেষ নিলামে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে কোটি টাকায় কিনে হইচই ফেলে দেয় রাজস্থান রয়্যালস। এত টাকায় তাকে কিনে যে ভুল করেনি রাহুল দ্রাবিড়রা, সে প্রমাণ মাঠে দিচ্ছেন বিহারের এই কিশোর। ছক্কা মেরে আইপিএল ক্যারিয়ার শুরু। নিজের অভিষেক ম্যাচে রান পেলেও অতটা বড় করতে পারেননি ইনিংস।
 
সর্বশেষ গুজরাটের বিপক্ষে ম্যাচে যা করলেন তাতে নড়েচড়ে বসেছে ক্রিকেট বিশ্বই। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি কিংবা ১৪ বছর ৩২ দিনে আইপিএলে শতক হাঁকানো–বৈভব সূর্যবংশীর দুর্দান্ত এক সেঞ্চুরির পর রেকর্ডবুকে আলোড়ন তুলেছে। আগামী দিনে ভারতের মহাতারকা ভাবছেন কেউ কেউ।
 
আইপিএলে নজর কাড়লেও ভারতের হয়ে অবশ্য এখনই খেলা হবে না বৈভবের। আইসিসির একটি নিয়মের কারণে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে পারবে না সে। ২০২০ সালে একটি নিয়ম তৈরি করেছিল আইসিসি। সে নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে গেলে অন্তত ১৫ বছর বয়স হতে হবে। বৈভবের বয়স এখন ১৪। আগামী বছরের ২৭ মার্চ তার ১৫ বছর পূর্ণ হবে। ফলে বয়সের বিধিনিষেধে ভারতের হয়ে অভিষেক আটকে যেতে পারে তার।

অবশ্য নিয়মে একটি ফাঁক রেখে দিয়েছে আইসিসি। নিয়ম বলা আছে, কোনও খেলোয়াড়ের যদি পর্যাপ্ত অভিজ্ঞতা, মানসিক পরিণতিবোধ এবং শারীরিক সক্ষমতা থাকে, তাহলে ১৫ বছরের আগেই তার অভিষেকের অনুমতি দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডকে আইসিসি বরাবর আবেদন জানাতে হবে।
 
আগামী এক বছরের মধ্যেই যে জাতীয় দলের হয়ে খেলাতে হবে এমন তাড়াহুড়োও অবশ্য ভারতের নেই। বৈভবকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে কোনো ভাবনাচিন্তা আপাতত করা হয়নি। এখনো বয়সভিত্তিক দলেই প্রতিনিধিত্ব করছেন এই উঠতি তারকা।

এখনও পর্যন্ত সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে মারিয়ান ঘেরাসিমের। ১৪ বছর ১৬ দিন বয়সে অভিষেক হয়েছিল তার। ভারতের শচীন টেন্ডুলকার ১৬ বছর ২০৫ দিন বয়সে প্রথম টেস্ট খেলেছিলেন।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত May 01, 2025
img
বাড়ছে আগুণ, প্রবেশ করছে জেরুজালেমের দিকে May 01, 2025
img
রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন May 01, 2025
img
সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে : শ্রম উপদেষ্টা May 01, 2025
img
পাওনাদাররা আটকে দিল জানাজা May 01, 2025
img
জাপানে সাপের কারণে থেমে গেল ব্যস্ততম বুলেট ট্রেন May 01, 2025
img
রাবি উপাচার্যের বাসভবন ঘেরাও ছাত্রশিবিরের May 01, 2025
img
সময় এসেছে তাদের খোঁজ নেওয়ার, সব তথ্য সংগ্রহ করা হচ্ছে: ইলিয়াস হোসেন May 01, 2025
img
ইউপি চেয়ারম্যান-নিষিদ্ধ ছাত্রলীগ-শ্রমিক লীগ নেতা গ্রেফতার May 01, 2025
img
ভারত থেকে দুই পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে May 01, 2025