‘কৃষভি অভিনেত্রী হোক, চাই না’

বলিউডের পাশাপাশি যে কোনও সিনেইন্ডাস্ট্রির স্টারকিডদের নিয়েই দর্শক-অনুরাগীদের মধ্যে আলাদা কৌতূহল থাকে। টলিউডও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তারকা মা-বাবাদের পাশাপাশি তারাও লাইমলাইটে বিরাজমান। খুদেদের মজার কাণ্ডকারখানা নিয়েও আলোচনার অন্ত নেই। সদ্য বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মেয়ে কৃষভির সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। কখনও মা, আবার কখনও দিদা-মাসির কোলে চড়ে দিব্যি ক্যামেরার সামনে সাবলীলভাবে ধরে দিয়ে সকলের মন কেড়েছে খুদে। মা-বাবা অভিনয় পেশার সঙ্গে যুক্ত থাকলে, স্বাভাবিকভাবেই কৌতূহল থাকে সন্তানকেও কি সেই পেশাতেই দেখতে চান তাঁরা? প্রসঙ্গ উত্থাপন হতেই শ্রীময়ী চট্টরাজ মল্লিক সাফ জানিয়ে দিলেন নিজের মনের কথা।

শ্রীময়ী চান না কৃষভি অভিনয়কে পেশা হিসেবে বেছে নিক। বাবা কাঞ্চন মল্লিক অভিনেতা হিসেবে দারুণ জনপ্রিয়। শ্রীময়ী নিজেও ছোটপর্দার জনপ্রিয় মুখ। বর্তমানে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। মা-বাবা দুজনের রক্তেই যখন অভিনয়, তখন মেয়ে কৃষভির ক্ষেত্রে এহেন সিদ্ধান্ত কেন? শ্রীময়ী বলছেন, “ভীষণ অনিশ্চিত পেশা। কৃষভি যা চাইবে হতে দেব, তবে অভিনেত্রী নয়।”

বুধবার, কলকাতার ইসকন মন্দিরে ঠাকুরের ভোগ খেয়ে ‘মুখেভাত’ হল কৃষভির। খুদের পরনে ছিল টুকটুকে লাল বেনারসি জামা। মাথায় শোলার মুকুট আর লাল চেলি। সোনার গয়নায় সুসজ্জিত দেখা গেল ছোট্ট কৃ়ষভিকে। মেয়ের অন্নপ্রাশন যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে মন্দিরেই হবে, সেকথা আগেই জানিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। অক্ষয় তৃতীয়ায় তারকাদম্পতির দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শুভকাজ সম্পন্ন হল। রং-মিলান্ত পোশাকে মেয়ে কোলে ক্যামেরার সামনে ধরা দিয়ে কাঞ্চন-শ্রীময়ী জানান, “রিসেপশনের সময় অনেক ভুল বোঝাবুঝি হয়েছিল। আর নয়। তাই মেয়ের মুখেভাতে সকলকে জানালাম।” অন্নপ্রাশন উপলক্ষে মেয়েকে সোনার চিক উপহার দিয়েছেন কাঞ্চন। আর মা শ্রীময়ী গড়িয়ে দিয়েছেন রুপোর গয়না।

কাঞ্চন-শ্রীময়ী, ঈশ্বরে বিশ্বাসী দুজনেই। দোল পূর্ণিমায় শ্রীময়ী চট্টরাজ প্রথমবার বুঝতে পেরেছিলেন মা হতে চলেছেন। আর অন্নকূটের দিনই কাঞ্চন-শ্রীময়ীর ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। কৃষ্ণভক্ত মা-বাবা মেয়ের নামও রেখেছেন- ‘কৃষভি’। ডাক নাম ‘রাই’। যা কিনা কানুপ্রেয়সী রাধার আরেক নাম।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
শাহরুখের মতো রোমান্স কেউ পারে না—মাধবনের আক্ষেপ হারিয়ে যাওয়া প্রেমের গল্প নিয়ে May 02, 2025
img
পছন্দের দলকে ক্ষমতায় নিতে আইওয়াশের আয়োজন করছে ইসি: সারোয়ার তুষার May 02, 2025
img
যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজসম্পদ চুক্তি: প্রতীকের রাজনীতি, বাস্তবতায় অনিশ্চয়তা May 02, 2025
img
চ্যাটজিপিটিতে আসছে কেনাকাটার নতুন টুল May 02, 2025
img
মুম্বাইয়ের সামনে টিকতেই পারল না রাজস্থান, শূন্য রানে ফিরলেন সুরিয়াভানশি May 02, 2025
img
সরে দাঁড়াচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ May 02, 2025
img
আইন করে রাস্তায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ করুন: মানুষের সুরক্ষার পক্ষে প্রিন্স মাহমুদ May 02, 2025
img
নারী ফুটবলে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন May 02, 2025
img
পাহাড়ে পড়ে ছিল অসুস্থ হাতি, চিকিৎসা দিলো বন বিভাগ May 02, 2025
img
আ.লীগকে নিষিদ্ধ ও রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি: নাহিদ ইসলাম May 02, 2025