বলিউডের পাশাপাশি যে কোনও সিনেইন্ডাস্ট্রির স্টারকিডদের নিয়েই দর্শক-অনুরাগীদের মধ্যে আলাদা কৌতূহল থাকে। টলিউডও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তারকা মা-বাবাদের পাশাপাশি তারাও লাইমলাইটে বিরাজমান। খুদেদের মজার কাণ্ডকারখানা নিয়েও আলোচনার অন্ত নেই। সদ্য বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মেয়ে কৃষভির সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। কখনও মা, আবার কখনও দিদা-মাসির কোলে চড়ে দিব্যি ক্যামেরার সামনে সাবলীলভাবে ধরে দিয়ে সকলের মন কেড়েছে খুদে। মা-বাবা অভিনয় পেশার সঙ্গে যুক্ত থাকলে, স্বাভাবিকভাবেই কৌতূহল থাকে সন্তানকেও কি সেই পেশাতেই দেখতে চান তাঁরা? প্রসঙ্গ উত্থাপন হতেই শ্রীময়ী চট্টরাজ মল্লিক সাফ জানিয়ে দিলেন নিজের মনের কথা।
শ্রীময়ী চান না কৃষভি অভিনয়কে পেশা হিসেবে বেছে নিক। বাবা কাঞ্চন মল্লিক অভিনেতা হিসেবে দারুণ জনপ্রিয়। শ্রীময়ী নিজেও ছোটপর্দার জনপ্রিয় মুখ। বর্তমানে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। মা-বাবা দুজনের রক্তেই যখন অভিনয়, তখন মেয়ে কৃষভির ক্ষেত্রে এহেন সিদ্ধান্ত কেন? শ্রীময়ী বলছেন, “ভীষণ অনিশ্চিত পেশা। কৃষভি যা চাইবে হতে দেব, তবে অভিনেত্রী নয়।”
বুধবার, কলকাতার ইসকন মন্দিরে ঠাকুরের ভোগ খেয়ে ‘মুখেভাত’ হল কৃষভির। খুদের পরনে ছিল টুকটুকে লাল বেনারসি জামা। মাথায় শোলার মুকুট আর লাল চেলি। সোনার গয়নায় সুসজ্জিত দেখা গেল ছোট্ট কৃ়ষভিকে। মেয়ের অন্নপ্রাশন যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে মন্দিরেই হবে, সেকথা আগেই জানিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। অক্ষয় তৃতীয়ায় তারকাদম্পতির দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শুভকাজ সম্পন্ন হল। রং-মিলান্ত পোশাকে মেয়ে কোলে ক্যামেরার সামনে ধরা দিয়ে কাঞ্চন-শ্রীময়ী জানান, “রিসেপশনের সময় অনেক ভুল বোঝাবুঝি হয়েছিল। আর নয়। তাই মেয়ের মুখেভাতে সকলকে জানালাম।” অন্নপ্রাশন উপলক্ষে মেয়েকে সোনার চিক উপহার দিয়েছেন কাঞ্চন। আর মা শ্রীময়ী গড়িয়ে দিয়েছেন রুপোর গয়না।
কাঞ্চন-শ্রীময়ী, ঈশ্বরে বিশ্বাসী দুজনেই। দোল পূর্ণিমায় শ্রীময়ী চট্টরাজ প্রথমবার বুঝতে পেরেছিলেন মা হতে চলেছেন। আর অন্নকূটের দিনই কাঞ্চন-শ্রীময়ীর ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। কৃষ্ণভক্ত মা-বাবা মেয়ের নামও রেখেছেন- ‘কৃষভি’। ডাক নাম ‘রাই’। যা কিনা কানুপ্রেয়সী রাধার আরেক নাম।
এসএন