আওয়ামী লীগকে গণহত্যাকারী দল আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ এবং তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দাবিতে শুক্রবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে দলটি।
বৃহস্পতিবার (১ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিস্ট হাসিনার বিচার এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।”
তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট 'ছাত্র জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে' আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও এখনো দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে রাজনীতি চালিয়ে যাচ্ছে। এনসিপির অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দলটিকে নিষিদ্ধ কিংবা বিচারের আওতায় আনার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
তিনি বলেন, “আওয়ামী লীগ গত দেড় দশকে দেশে একাধিক গণহত্যা ও নিপীড়নের সাথে যুক্ত। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, মোদীবিরোধী আন্দোলন ও জুলাই আন্দোলনের সময়কার সহিংসতার জন্য দলটিকে দায়ী করা যায়।”
নাহিদ ইসলাম আরও দাবি করেন, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, এবার যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠন নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন তারা। সেইসঙ্গে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল এবং দলীয় কার্যক্রম স্থগিতের আহ্বান জানান তিনি।
ভিডিও বার্তার শেষে এনসিপির এই নেতা বলেন, “আসুন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে সবাই অংশ নিই এই আন্দোলনে।”
এসএস