মুম্বাইয়ের সামনে টিকতেই পারল না রাজস্থান, শূন্য রানে ফিরলেন সুরিয়াভানশি

আইপিএলের আগের ম্যাচে চার-ছক্কার ঝড়ে ইতিহাস গড়া সেঞ্চুরি করেছিলেন মাত্র ১৪ বছর বয়সী বৈভাব সুরিয়াভানশি। তবে জয়পুরে বৃহস্পতিবার তিনি দেখলেন মুদ্রার উল্টো পিঠ—শূন্য রানে ফিরলেন। সেই সঙ্গে মুখ থুবড়ে পড়ল তার দল রাজস্থান রয়্যালসও।

মুম্বাই ইন্ডিয়ান্স এদিন ২ উইকেট হারিয়ে তোলে ২১৭ রান। পরে রাজস্থানকে গুটিয়ে দেয় মাত্র ১১৭ রানে, জয় পায় বিশাল ১০০ রানে।

এই জয়ে আইপিএলে নিজেদের একটি রেকর্ড অক্ষুণ্ণ রাখল মুম্বাই—প্রতিপক্ষকে দুইশ বা তার বেশি রানের লক্ষ্য দিয়ে এখনও পর্যন্ত ১৭ ম্যাচের সবগুলোতেই জয়!

ম্যাচে দুই ওপেনার রায়ান রিকেলটন (৩৮ বলে ৬১) ও রোহিত শর্মা (৩৬ বলে ৫৩) এনে দেন দারুণ শুরু। এরপর সুরিয়াকুমার ইয়াদাভ ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া, দুজনই সমান ২৩ বলে ৪৮ রান করে স্কোর নিয়ে যান ২১৭-তে।

জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান শুরুতেই ধসের মুখে পড়ে। ইনফর্ম সুরিয়াভানশি মাত্র দুই বল খেলেই দিপাক চাহারের ফুল লেংথ ডেলিভারিতে মিড-অনে ক্যাচ দিয়ে ফেরেন। ম্যাচে আর ফিরে দাঁড়াতে পারেনি দলটি।

পাওয়ার প্লেতেই হারায় ৫ উইকেট। ৯১ রানে ৯ উইকেট হারানো রাজস্থান কোনোভাবে একশ পেরোয় জফ্রা আর্চারের ২৭ বলে ৩০ রানের ইনিংসে। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার।

মুম্বাইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট ও কার্ন শর্মা নেন ৩টি করে উইকেট, জাসপ্রিত বুমরাহের শিকার ২টি।

এই জয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে, সমান ম্যাচে অষ্টম হারের তেতো স্বাদ পাওয়া রাজস্থান ছিটকে গেল প্লে-অফের লড়াই থেকে।


এসএস

Share this news on: