প্রেক্ষাগৃহে আসছে পাঁচ বছর আগে নির্মিত জয়া আহসানের সিনেমা ‘জয়া আর শারমিন’। ২০২০ সালে গোটা পৃথিবী যখন থমকে গিয়েছিল, তখন শুরু হয়েছিল সিনেমাটির যাত্রা। ছোট্ট পরিসরে গভীর আবেগ নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান।
গতকাল ১ মে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ১ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলার।
যেখানে দেখা মিলেছে, দুই বাংলার সমৃদ্ধ মুখ জয়া আহসান এবং মঞ্চাঙ্গনের আরেক উজ্জ্বল মুখ মহসিনা আক্তারের।
ট্রেলারে দেখা মেলেছে, তাদের জীবনের কিছু দারুণ দৃশ্য। সেখানে যেমন লুডু খেলার আনন্দ রয়েছে, তেমন বিষাদের ছায়া রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এবং বাইরের দুনিয়া থেকে আসা দুঃসংবাদগুলো তাদের জীবনে নিঃশব্দে এক ধরনের বিচ্ছিন্নতা ও ভয় ঢুকিয়ে দেয়।
নির্মাতা জানান, চলচ্চিত্রটিতে তিনি দেখানোর চেষ্টা করেছেন, একাকিত্ব কিভাবে দুই মেরুর দুজন মানুষের সম্পর্ককে কেমন করে বদলে দেয় এবং ভরসা, নির্ভরতা ও টিকে থাকার প্রশ্নগুলো সামনে নিয়ে আসে। এখানে সঙ্গ, ব্যক্তিগত সীমারেখা এবং সংকটকালে মানবিক সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনগুলোর গল্প ফুটে ওঠে।
জানা গেছে, আগামী ১৬ মে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মাঝে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান ‘জয়া আর শারমিন’।
চলচ্চিত্রটিতে জয়া আহসান, মহসিনা আক্তার ছাড়াও বিশেষ উপস্থিতিতে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। সিনেমাটি প্রযোজনা করেছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি-তে সিনেমা।
আরআর/টিএ