শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ন্যুনতম বেতন ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। তিনি বলেন, দেশের রাজস্ব আয়ের বড় অংশ শ্রমজীবী ও প্রবাসী শ্রমিকদের উপার্জনের মাধ্যমে অর্জিত হলেও তাদের জীবনমান উন্নয়নে সরকার যথাযথ ভূমিকা রাখছে না।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের এফপিএবি মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অযৌক্তিকভাবে ছাঁটাই বন্ধ করতে হবে। দেশের উন্নয়নের কথা বললে আগে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “শ্রমিকদের মজুরি বাড়ানোর পাশাপাশি শিল্প-কারখানার মালিকানার একটি অংশ তাদের হাতে দিতে হবে। ইসলামী শ্রম আইন বাস্তবায়ন করে শ্রমিক-মালিকের সমন্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে।”
তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, “শ্রমিকদের আন্দোলন দমন করতে কোনো আইন করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ও প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম।
সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুর হোসেন, আমির আলী হাওলাদার, হাফেজ নুরুল হক, কাজী আরিফুর রহমান, মাওলানা সর্দার নেয়ামত উল্লাহ ও সেলিম হোসাইন প্রমুখ।
সভা শেষে মে মাসব্যাপী ‘খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ’ কর্মসূচির উদ্বোধন করেন আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।
এসএস