‘শফিউল্লাহ মিঠুর বিএনপির সদস্য পদ নেই’

নিজেকে কাপাসিয়া উপজেলা ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য দাবি করা শফিউল্লাহ মিঠু বিএনপির কেউ নন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন। শুক্রবার (২ মে) বিকালে কাপাসিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘মেজর (অব.) শফিউল্লাহ মিঠু নিজেকে ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপি সদস্য পরিচয় দিয়ে একটি প্রেস কনফারেন্স করেছিলেন গাজীপুর জেলা প্রেস ক্লাবে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, গাজীপুর জেলা বিএনপি, কাপাসিয়া উপজেলা বিএনপি এবং ঘাগটিয়া ইউনিয়ন বিএনপিসহ কোন ওয়ার্ডে তিনি সদস্য নন।

উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট দলীয় পরিচয় ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের ব্যর্থ চেষ্টা করছেন মিঠু। গাজীপুর জেলা বিএনপি, কাপাসিয়া উপজেলা বিএনপি এবং অন্তরর্গত ইউনিটের সাথে মেজর (অব.) শফিউল্লাহ মিঠুর কোনো রকম দলীয় সম্পৃত্ততা নাই। তিনি দলীয় সদস্য নয় এবং তার যে কোনো অপর্কমের দায় তাকেই নিতে হবে। বিএনপি তার কোনো দায় নিবে না।

এ বিষয়ে শফিউল্লাহ মিঠু বলেন, আমি ২০০৪ সালে সদস্য ফরম জমা দিয়েছি। দ্রুত আমি প্রমাণ সবার সামনে নিয়ে আসবো।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, বিএনপি নেতা আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু প্রমুখ।

এ সময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঘরোয়া উপায়ে দূর করুন মাইগ্রেনের ব্যথা May 03, 2025
img
‘যতবার পুরুষ আমাকে হতাশ করেছে, আকর্ষণ আরও বেড়েছে’ May 03, 2025
img
ট্রাম্পের শুল্কনীতিতে অ্যামাজনে চীনা বিক্রেতাদের বাড়তি সুবিধা : সিইও May 03, 2025
img
রাজধানীর পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট May 03, 2025
img
বজ্র-বৃষ্টির সঙ্গে ‘কিছুটা’ বাড়বে তাপ May 03, 2025
img
২৫০ মিলিয়ন ইউরো নিয়ে একজনের জন্য প্রস্তুত বায়ার্ন মিউনিখ May 03, 2025
img
হ্যাক হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ May 03, 2025
img
সাগর-রুনি হত্যায় অংশ নেন ২ জন : টাস্কফোর্সের প্রতিবেদন May 03, 2025
img
ভারতে মন্দিরে পদদলনে নিহত অন্তত ৬ May 03, 2025
img
‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া প্রতিশ্রুতিতে সম্মান দেখায় না ভারত’ May 03, 2025