টলিপাড়ার চেনা মুখ মিশমি দাস এখন মুম্বইবাসী। বাংলা ধারাবাহিকের রোহিনী চরিত্র ছেড়ে পাড়ি জমিয়েছেন হিন্দি টেলিভিশনে। নতুন সিরিয়াল ‘ঝনক’-এ ‘রূপু’ চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে শুধু পর্দার চরিত্র নয়, মুম্বইয়ে এসে জীবনের এক নতুন অধ্যায়ও শুরু করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে সঙ্গীত শিল্পী সুজন সেনগুপ্তর সঙ্গে একের পর এক ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন মিশমি। সেই ছবির সঙ্গেই আবেগঘন বার্তা,“অচেনা শহরে তুমি এক শান্ত সুরের মতো এসে আমার একাকীত্বকে বদলে দিয়েছো।”
এই কথাগুলোতেই যেন স্পষ্ট হয়ে যায় মুম্বই শহরে নতুন প্রেম খুঁজে পেয়েছেন মিশমি। যদিও প্রেমিক বলে সরাসরি উল্লেখ করেননি তিনি, তবুও শব্দের আবেগ আর প্রকাশভঙ্গিই বলে দিচ্ছে, এটা শুধু বন্ধুত্ব নয়।
নতুন ভাষা, নতুন সহকর্মী, নতুন শহর-সবকিছুই আলাদা। আর সেই অচেনা ভিড়ের মধ্যে একজন মানুষের উপস্থিতি যে কতটা ভরসা জোগায়, তা মিশমির কথাতেই ধরা পড়ে।
নতুন সিরিয়ালের শুটিং আর নতুন সম্পর্কের উষ্ণতা—মিশমির জীবনে এখন এক অন্যরকম রঙিন পালা। মুম্বই শহর যেন শুধু কাজ নয়, তাঁর কাছে হয়ে উঠেছে নতুন জীবনের নতুন ঠিকানা।