‘দাবিডি’র পর নতুন ধামাকা! বলাইয়ার ছবিতে ফের উর্বশী?

‘দাবিডি দাবিডি’-এর পর ফের আলোচনায় উর্বশী রাউতেলা, নতুন গানে বলাইয়ার সঙ্গেই কি জুটি?

‘দাবিডি দাবিডি’ গানটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে উর্বশী রাউতেলা। গানটি ঘিরে দর্শকমহলে ছিল প্রচুর প্রতিক্রিয়া, কেউ একে বলেছিলেন ভাইরাল হিট, কেউবা সোশ্যাল মিডিয়ায় নানাভাবে তুলে ধরেছিলেন এর ব্যতিক্রমী পরিবেশনা। তবে উর্বশীর আত্মবিশ্বাস এতটুকু কমেনি। বরং তিনি এবার সরাসরি তাক করছেন দক্ষিণী সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণর পরবর্তী সিনেমার দিকে।

শোনা যাচ্ছে, ‘অখণ্ড ২’ কিংবা গোপীচাঁদ মালিনেনির পরিচালনায় একটি নতুন অ্যাকশন ছবিতে উর্বশী থাকবেন একটি বিশেষ গানে। তিনি নিজেই নাকি বালাকৃষ্ণর সঙ্গে যোগাযোগ করেছেন, একটি শক্তিশালী পারফরম্যান্সের সুযোগ পাওয়ার আশায়। এর আগে গোপীচাঁদের সঙ্গে ‘জাট’ ছবির ‘সরি বল’ গানে কাজ করেছেন উর্বশী। সেই অভিজ্ঞতা ইতিবাচক হওয়ায় আবারও তাঁদের মধ্যে নতুন গান নিয়ে কথা চলছে।

যদিও এখনও পর্যন্ত উর্বশীর ক্যারিয়ার মূলত বিশেষ গান ও গেস্ট অ্যাপিয়ারেন্স ঘিরেই আবর্তিত, কিন্তু তাতে থেমে নেই তাঁর প্রচেষ্টা। তিনি জানেন, আলোয় থাকার জন্য শুধু ট্যালেন্ট নয়, প্রয়োজনে সঠিক সময়ে সঠিক সুযোগও কাজে লাগাতে হয়।

এই মুহূর্তে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকাই আছেন, যাঁরা এক ঝলকে নজর কেড়েছেন। উর্বশী তাঁদেরই তালিকায় থাকতে চান। আর সেই লক্ষ্যেই তাঁর সাম্প্রতিক উদ্যোগ।

বালাকৃষ্ণ কি এবার আবার সুযোগ দেবেন তাঁকে? নাকি গোপীচাঁদ মালিনেনির ছবিতে দেখা যাবে উর্বশীর আরও এক ঝকঝকে উপস্থিতি? আপাতত সব প্রশ্নের উত্তর সময়ের হাতে। তবে এটুকু নিশ্চিত — উর্বশী থামছেন না, বরং আরও একবার আলোয় ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন পূর্ণ উদ্যমে।

এফপি/এস এন 

Share this news on: