রান্নাঘরের তেল-ময়লা পরিষ্কারে কার্যকর টিপস

রান্নাঘরের চিমনি ও অন্যান্য স্থানে জমে থাকা তেল-ময়লা পরিষ্কার করা অনেকের কাছে কঠিন কাজ মনে হতে পারে। কয়েকদিন এগুলো পরিষ্কার না করলে রান্নাঘর অস্বাস্থ্যকর হয়ে পড়তে পারে। অনেকেই এর ঝামেলা এড়াতে পরিষ্কার করেন না। তবে কিছু সহজ এবং কার্যকরী ঘরোয়া পদ্ধতিতে মাত্র ১০ মিনিটে চিমনি থেকে তেল-ময়লা পরিষ্কার করা সম্ভব।

কিভাবে দেখে নিন—

গরম পানি ও ভিনেগার
একটি বড় পাত্রে গরম পানি নিন। এতে আধা কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিন। একটি স্পঞ্জ বা কাপড় ওই মিশ্রণে ভিজিয়ে তেলের অংশে ঘষে পরিষ্কার করুন। গরম পানি তেল গলাতে সাহায্য করে, আর ভিনেগার তেল ভাঙে।

বেকিং সোডা
বেকিং সোডা চিমনির তেল ও দাগ পরিষ্কারে খুব কার্যকর। ২ চামচ বেকিং সোডার সামান্য পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি তেল-মাখা জায়গায় লাগিয়ে স্ক্রাবার দিয়ে ঘষে নিন। এরপর গরম পানি দিয়ে মুছে ফেলুন।

লিকুইড ডিশ সোপ ও লেবুর রস
১ চামচ লিকুইড ডিশওয়াশার ও ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ একটি স্পঞ্জে নিয়ে তেলের ওপর ঘষুন। লেবুর এসিড ও ডিশওয়াশার তেল দূর করতে সহায়ক। শেষে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।

সপ্তাহে অন্তত একবার চিমনির বাহ্যিক অংশ মুছে ফেলুন।

বেশি দিন জমে থাকলে তেল শক্ত হয়ে যায় এবং পরিষ্কার করাও কঠিন হয়ে পড়ে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ