অজয় কন্যার গ্ল্যাম লেহেঙ্গা লুক দেখে নেটদুনিয়ায় আগুন

ajol ও Ajay Devgn-এর মেয়ে Nysa Devgan ফের শিরোনামে—এইবার এক রাজকীয় গোল্ড-গোলাপি ব্রোকেড লেহেঙ্গায় ধরা দিলেন, আর সঙ্গে সঙ্গেই নেটপাড়া যেন উত্তাল। ডিজাইনার Manish Malhotra-এর ডিজাইনে ধরা পড়া এই লুক নিয়ে চারদিকে শুরু হয়েছে গুঞ্জন।

Manish Malhotra নিজেই ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে ক্যাপশন দেন, “Nysa — Cinema Awaits You।” আর তাতেই যেন ঘি ঢালা পড়ে আগুনে!

Kajol লাল হার্ট ইমোজি দিয়ে রেসপন্স করেন, বন্ধু Orry লেখেন “Can’t wait for your debut”, আর গায়িকা Kanika Kapoor বলেন “Gorgeous”—সেলেব মহল আর ফ্যানদের উত্তেজনা ছড়িয়ে পড়ে আগুনের মতো।

কিন্তু ঠিক সেই সময়েই আসে একটা ধাক্কা। ২০২৫-এর News18 Rising Bharat Summit-এ Kajol স্পষ্ট জানিয়ে দেন, Nysa আপাতত বলিউডে আসার কোনও পরিকল্পনা রাখছে না। Kajol-এর কথায়, “Nysa নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বর্তমানে তার সিনেমায় আসার কোনও ইচ্ছেই নেই।”

তবে তাতেও ভক্তদের আশাভঙ্গ হয়নি। অনেকেই বলছেন, এখন নয় মানেই ভবিষ্যতেও নয়—এমনটা নয়! রূপ, ক্যারিশমা আর স্টারকিড হ্যাভিট সবই রয়েছে Nysa-র মধ্যে।

এখনই বলিউডের রূপালি পর্দায় Nysa Devgan-এর আবির্ভাব না হলেও, তাঁর এই গ্ল্যামার ও প্রেজেন্স সোশ্যাল মিডিয়ায় যেন এক ‘আগামী নায়িকা’র ইঙ্গিতই দিয়ে যাচ্ছে।

অন্য এক ‘Kajol era’ কি তাহলে ধীরে ধীরে তৈরি হচ্ছে? আপাতত উত্তর ‘না’, কিন্তু ভবিষ্যতের ফাইল এখনও ক্লোজ হয়নি।

এসএন 

Share this news on: