টিজারে বাজিমাত, এবার কি সত্যিই ফিরছেন অক্ষয় কুমার?

অনেকদিন পর, সেই পুরনো অক্ষয় কুমারকে যেন আবার খুঁজে পাওয়া গেল। হ্যাঁ, Housefull 5-এর টিজারেই মিলেছে সেই চেনা হাসির ছোঁয়া, যেটা একসময় ছিল অক্ষয়ের ট্রেডমার্ক। পরপর ফ্লপের পরে অনেকেই ভেবেছিলেন, অক্ষয় বুঝি হারিয়ে ফেলেছেন নিজের ছন্দ। কিন্তু হাউসফুল সিরিজের এই নতুন কিস্তি প্রমাণ করছে, খেলাটা এখনও শেষ হয়নি।

টিজার শুরু হতেই যে কমেডির ঝলক, কনফিউশনের ককটেল আর গ্যাগের বন্যা — সেটা দেখেই দর্শকরা সোশ্যাল মিডিয়ায় বলতে শুরু করেছেন, “Akshay is back where he belongs!” আর শুধু তাই নয়, এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে তার জাঁকজমক কাস্ট, জমাটি কনফিউশন, আর চূড়ান্ত গ্ল্যামার।

এই সিনেমায় যেন কমেডির সঙ্গে মিশে গেছে একটা মার্ডার মিস্ট্রির গন্ধও — মানে, হাসির মাঝে থ্রিলের টাচ। টিজারেই বোঝা যাচ্ছে, পুরো ব্যাপারটাই এক বিশাল স্কেল-এ তৈরি করা হয়েছে। গানে গানে শুরু, আর তাতেই যেন বাজি জিতে নিয়েছে প্রথম ধাপ। ‘লাল পরি’ গানটার কয়েক সেকেন্ডের ঝলকই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

টিজার দেখেই ফ্যানরা ধরে নিয়েছেন — Housefull 5 শুধু একটা সিকুয়েল নয়, এটা হতে পারে অক্ষয় কুমারের এক নতুন অধ্যায়ের শুরু। একের পর এক ফ্লপের পর যে সন্দেহের ছায়া নেমেছিল, সেটা এবার কেটে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। সিনেমায় থাকা সেই ক্লাসিক অক্ষয় কমিক টাইমিং, অপ্রত্যাশিত প্লট আর মিউজিক — সব মিলিয়ে হিট ফর্মুলা আবার কাজ করতে পারে।

এই সিনেমাই হতে পারে অক্ষয়ের রিডেম্পশন রান। টিজার বাজি মেরেছে, এখন অপেক্ষা ট্রেলার আর সিনেমার মুক্তির। যদি সেগুলোও দর্শকদের ভালো লেগে যায়, তাহলে ২০২৫ সালে অক্ষয় কুমার আবারও হয়ে উঠতে পারেন বলিউডের সেই পুরনো হাসির রাজা।

এফপি/এস এন 

Share this news on: