বিয়ের পাঁচ মাসের মাথায় সুখবর!

জানুয়ারি মাসে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য। তাঁদের নিয়ে বিতর্ক কম হয়নি। প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে থাকাকালীন শোভিতার প্রেমে পড়েন নায়ক। যা নিয়ে অনেক কটাক্ষও সহ্য করতে হয়েছিল অভিনেতাকে। সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিয়ো ভিস্যুয়াল এবং এন্টারটেনমেন্ট সামিট’-এ উপস্থিত হয়েছিলেন যুগলে। সেই ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা আরও বেড়েছে।

দর্শকের একাংশের দাবি, ইদানীং বেশির ভাগ সময়ই ঢিলেঢালা পোশাক পরছেন শোভিতা। যা দেখে অনেকেই ধরে নিয়েছেন এই বুঝি সুখবর শোনাতে চলেছেন নায়িকা। বলিপাড়ায় এ ঘটনা নতুন নয়। বিয়ের এক মাসের মাথায়ই রাহা আসার খবর শুনিয়েছিলেন আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। বলিপাড়ার অনেক দম্পতির ক্ষেত্রেই এমনটা দেখা গিয়েছে।

তবে কি বিয়ের পাঁচ মাসের মাথায়ই মা হতে চলেছেন শোভিতা আর বাবা হচ্ছেন নাগা? না, নায়ক-নায়িকা এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি। বেশ ঘটা করেই অভিনেত্রীকে বিয়ে করেন নাগা। বিয়ের পর থেকে তাঁদের সাংসারিক জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহী দর্শক। কিছু দিন আগে একটি বিদেশি পত্রিকাকে সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের নানা দিক তুলে ধরেন তাঁরা। কে প্রথম কার থেকে ক্ষমা চেয়েছিলেন, কে ভাল রান্না করেন, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন তারকা জুটি।

প্রশ্ন করা হয়েছিল ভুল করলে কে ক্ষমা চায়? শোভিতা বলেন, ‘‘সব সময় আমি।’’ নাগা জানান, তিনি ধন্যবাদ বা ক্ষমা চাওয়ায় বিশ্বাসী নন। কে ভাল রান্না করেন প্রশ্ন করলে চৈতন্য বলেন, ‘‘আমাদের মধ্যে কেউ রান্না করে না।’’ সঙ্গে সঙ্গে শোভিতা বলেন, ‘‘নাগা রাতে আমার জন্য হট চকোলেট, কফি এগুলো বানায়।’’ স্ত্রীর কথায় হাসতে হাসতে নাগা বলেন, ‘‘এগুলোকে রান্না বলে না। ন্যূনতম শিক্ষা যেগুলো, সেগুলো তোমার নেই।’’ স্বামীর কথায় সম্মতি জানান শোভিতা। তবে এখানেই থেমে যাননি নাগা। এ বার শোভিতার অসুস্থতাকে নাটকের আখ্যা দিলেন। আসলে তাঁদের কাছে জানতে চাওয়া হয় দু’জনের মধ্যে কে বেশি অসুস্থ হয়ে পড়েন! তাতেই শোভিতা জানান,তিনি নাকি প্রায় অসুস্থ হয়ে পড়েন। যদিও স্বামী চৈতন্য অসুস্থ হলে একটু অন্য ধরনের আচরণ করেন। স্ত্রীর কথা শেষ হতেই নাগা বলেন, ‘‘একদম না, ও যখন অসুস্থ হয়, তখন ও এমন করতে শুরু করে যেন মনে হয় এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। ও যত না অসুস্থ হয় তার থেকে বেশি নাটক করে।’’

এসএন 

Share this news on:

সর্বশেষ

শত্রু থেকে বাঁচতে যে আমল করবেন May 04, 2025
বিসিবির নেতৃত্বে কাদের থাকা উচিত, জানালেন তামিম May 04, 2025
থমকে আছে দেশের বিলাসবহুল আবাসন বাজার May 04, 2025
img
মাসাবার জন্মের পরও নীনা সম্পর্ক রেখেছিলেন রিচার্ডের সঙ্গে! বিচ্ছেদের কারণ কি? May 04, 2025
এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা, প্রস্তুত ‘ফিরোজা’ May 04, 2025
আ.লীগকে পুনর্বাসনের অভিযোগ এনে যা বলছে তারেক May 04, 2025
img
সংস্কারের ধোঁয়া দিয়ে এই সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই: মঈন খান May 04, 2025
img
আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে আসামিপক্ষ May 04, 2025
img
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৭৪ জন গ্রেফতার May 04, 2025
img
শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড ও জরিমানা May 04, 2025