চিলির জাতীয় দলের তারকা ফুটবলার আর্তুরো ভিদাল যৌন নিপীড়নের অভিযোগ থেকে মুক্ত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, গত ৪ নভেম্বর সান্তিয়াগোর একটি নাইটক্লাবে একটি জন্মদিনের পার্টির সময় ভিদাল এবং তার ক্লাব কোলো কোলোর কয়েকজন খেলোয়াড় এক নারীকে যৌন হয়রানি করেছিলেন।
তবে তদন্ত শেষে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, অভিযোগ প্রমাণের মতো কোনো তথ্য বা প্রমাণ মেলেনি। প্রসিকিউটর ফেলিপে সেমব্রানো গণমাধ্যমে পাঠানো একটি ভিডিও বার্তায় বলেন, ‘সেই দিনের ঘটনা আমরা পুনর্গঠন করেছি এবং শেষ পর্যন্ত কোনো অভিযোগ আনার মতো প্রমাণ পাওয়া যায়নি।'
ভিদাল অভিযোগ থেকে মুক্ত হলেও তার দলের কয়েকজন নাম না-জানা খেলোয়াড় এখনো তদন্তাধীন রয়েছেন।
উল্লেখ্য, আর্তুরো ভিদাল ইউরোপের শীর্ষ ক্লাব বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাসস ও ইন্টার মিলানে খেলেছেন। গত বছর তিনি তার শৈশবের ক্লাব কোলো কোলোতে ফিরে যান, যেখানে ১৭ বছর বয়সে তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয়।
ভিদাল চিলির ‘গোল্ডেন জেনারেশন’-এর গুরুত্বপূর্ণ সদস্য।
যারা ২০১৫ সালে দেশের প্রথম কোপা আমেরিকা শিরোপা জয় করেন।
আরএম/এসএন