আমার জগতে আমি রাজা : হিরো আলম

হাইকোর্টে রিট আবেদন করে মঙ্গলবার নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম। স্বঘোষিত সেই হিরো বললেন, ‘আমার জগতে আমি রাজা।’

বগুড়ার দুটি আসনের (বগুড়া-৪ ও বগুড়া-৬) উপনির্বাচনেই প্রার্থী হয়েছেন ফেসবুক ও ইউটিউবের ভাই’রাল তারকা হিরো আলম। যদিও দুটি আসনেই তার প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। মঙ্গলবার হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। তার কাছে জানতে চাওয়া হয়, বগুড়ার দুই আসনেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আছেন, তাদের ভিড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কতটুকু সুবিধা করতে পারবেন?

এর জবাবে হিরো আলম বলেন, ‘প্রত্যেক মানুষের নিজস্ব জগৎ থাকে, যার জগতে সে রাজা। আমার জগতে আমি রাজা। নির্বাচন করতে নেমেছি। মাঠে কে দাঁড়াল, কে শক্ত প্রতিদ্বন্দ্বী, কাউকে নিয়ে ভাবার সময় নেই।’

হিরো আলম আরও বলেন, ‘বাধা পেরিয়ে লড়াই-সংগ্রাম ছাড়া আমি জীবনে কিছুই পাইনি। শত অসাধ্যকে সাহস আর দৃঢ় আত্মবিশ্বাস দিয়ে জয় করেছি। কোনো কিছুতেই হারতে শিখিনি। নির্বাচনেও হারব না। জয়ের জন্য লড়াই চালিয়ে যাব। বারবার হয়তো হারব। কিন্তু একদিন বিজয়ী হয়ে সংসদে যাবোই।’

তিনি এও বলেন, ‘নির্বাচনের দুই সপ্তাহও বাকি নেই। এত অল্প সময়ে দুই আসনে প্রায় সাত লাখ ভোটারের কাছে পৌঁছানো অনেক বড় চ্যালেঞ্জ হবে। সবার কাছে হয়তো সরাসরি পৌঁছাতে পারব না। গণসংযোগের পাশাপাশি মুঠোফোন ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সক্রিয় প্রচারণা চালাব। নির্বাচনী এলাকা নিয়ে আমার উন্নয়ন পরিকল্পনা, মানুষের ভাগ্যোন্নয়ন নিয়ে আমার স্বপ্নের কথা ভোটারের কাছে তুলে ধরব।’

দলীয় সিদ্ধান্তে দুটি আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে ইসি। এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম। দুটি আসনেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।

সেই মতো বগুড়ার দুটি আসন থেকে মনোনয়নপত্র কেনেন হিরো আলম। কিন্তু দুটি আসনেই তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি। কারণ হিসেবে বলা হয়, ‘হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গরমিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। আইনি লড়াইয়ে মঙ্গলবার তা ফিরে পান হিরো আলম।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন-মানোন্নয়নে ৯৮৫ কোটি টাকা ব্যয় অনুমোদন May 07, 2025
img
ঢামেকে প্রতারণায় ব্যবহৃত অবৈধ ২১ হুইলচেয়ার জব্দ May 07, 2025
img
পাকিস্তানে ভারতের হামলায় চীনের গভীর উদ্বেগ May 07, 2025
img
আসামি গ্রেফতারে পূর্বানুমতি লাগবে না : হাইকোর্টের আদেশ বহাল May 07, 2025
img
পাকিস্তানের ১৩৫, ভারতের ৪১৭ ফ্লাইট বাতিল May 07, 2025
img
‘অপারেশন সিঁদুর’-এর পরে কী বললেন মুনাওয়ার? May 07, 2025
img
উয়েফার তদন্ত চান রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ পেদ্রি May 07, 2025
img
ভারত-পাকিস্তান উভয়কে সংযম দেখানোর আহ্বান তারেক রহমানের May 07, 2025
img
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার May 07, 2025
img
আপাতত গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবে না সরকার: উপদেষ্টা ফাওজুল কবির May 07, 2025