ভাইয়াদলিদকে হারিয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা

অনেক পরিবর্তন এনেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সেলোনা। লা লিগায় অবনমন নিশ্চিত হওয়া রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে শুরুর দিকে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল।

শনিবার রাতে ইভান সানচেসের গোলে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক ভাইয়াদলিদ। তার শটটি রোনাল্ড আরাউহোর পায়ে লেগে দিক বদলে ভয়ঙ্কর রূপ নেয়, কিছুই করার ছিল না চোট কাটিয়ে ২২২ দিন পর মাঠে ফেরা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলের জন্য লড়াইয়ে সুবিধা করতে পারেনি বার্সা। বিরতির পর রাফিনিয়া ও ফ্রেংকি ডি ইয়ং নামান কোচ। এর পরই বদলায় খেলার চিত্র।

৫৪তম মিনিটে রাফিনিয়ার গোলে সমতা ফেরায় বার্সা। ছয় মিনিট পর ফের্মিন লোপেস ডি বক্স থেকে নিখুঁত শটে এনে দেন জয়সূচক গোল।

শেষ সময়ে একাধিক সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি বার্সেলোনা। অন্যদিকে, সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ভাইয়াদলিদ।

এই জয়ে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে কাতালান ক্লাবটি। এক ম্যাচ কম খেলে রেয়াল মাদ্রিদের সংগ্রহ ৭২ পয়েন্ট।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ