চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নভঙ্গের পর আরেক শিরোপায় চোখ বার্সার

সাত গোলের রুদ্ধশ্বাস এক ম্যাচ আর দুই লেগ মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের স্মরণীয় লড়াই জিতে ফাইনালে পা রেখেছে ইন্টার মিলান। অন্যদিকে, দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার ট্রেবল জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে।
 
তবে হতাশ হওয়ারও ফুরসত নেই হ্যান্সি ফ্লিক শিষ্যদের। সামনেই বড় ম্যাচে মাঠে নামছে কাতালান ক্লাবটি। বার্সা কোচের বিশ্বাস, তার দল অবশ্যই এই পরাজয়ের স্মৃতি ভুলে ফিরে আসবে।হান্সি ফ্লিকের অধীনে প্রথম মৌসুমেই বার্সেলোনা কোয়াড্রাপল জয়ের স্বপ্নে বিভোর ছিল। কিন্তু আবারো ইউরোপীয়ান সর্বোচ্চ ক্লাব আসরে তাদের স্বপ্ন ভঙ্গ হলো। এই হতাশা কাটানো খুব একটা সহজ হবে না বলেই সংশ্লিষ্টদের মত।
 
যদিও ফ্লিক বলেন, ‘আমি এই দল নিয়ে গর্বিত। আমরা সবকিছু দেওয়ার চেষ্টা করেছি। সবসময়ই এভাবেই এগিয়ে যাবার চেষ্টা করি। তারপরও কখনো কখনো পিছিয়ে পড়তে হয়। আমাদের এটা মেনে নিতেই হবে। আবারো পরবর্তী মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত করে তুলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। অবশ্যই আগামী মৌসুমে আমরা ফিরে আসবো।’
 
রোববার মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের ফলাফলের ওপরই এবারের লিগের শিরোপা অনেকটাই নির্ভর করছে। ইতোমধ্যে অবশ্য বার্সেলোনা রিয়ালের থেকে চার পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

ফ্লিকের অধীনে কাতালান জায়ান্টরা এ মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে শিরোপা জয় করেছে। এখনো ঘরোয়া ট্রেবল জয়ে ফেবারিট হিসেবে টিকে রয়েছে বার্সা।

ফ্লিক আরও বলেন, ‘অবশ্যই লা লিগায় রোববার একটি কঠিন ম্যাচ আছে। কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুত। সবকিছু দেওয়ার চেষ্টা করবো। যখন খেলোয়াড়রা ঘরে ফিরবে, সেটা রাত তিনটা কিংবা চারটা হোক অথবা সকালে আয়নায় নিজেদের দেখলে অবশ্যই গর্বিত অনুভব করবে।’

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
আবদুল হামিদের দেশ ত্যাগ সম্পর্কে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যা জানাল May 08, 2025
img
জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহিন গ্রেফতার May 08, 2025
img
সরকার যেন কোনো দুর্বলতা না দেখায় : জামায়াত আমির May 08, 2025
img
রমনা বটমূলে বোমা হামলা : মঙ্গলবার জানা যাবে মামলার রায় May 08, 2025
img
অন্তর্বর্তী সরকারের কাছে দুটি প্রশ্ন রাখলেন হাসনাত আব্দুল্লাহ May 08, 2025
img
ভারতে চলছে সর্বদলীয় বৈঠক May 08, 2025
img
পিএসএলে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী May 08, 2025
img
রমনা বটমূলে বোমা হামলা: হাই কোর্টে মামলার রায় পড়া শুরু May 08, 2025
img
আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার চিকিৎসার সব নথিপত্র জব্দ May 08, 2025
img
ভারতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ গেল ৬ জনের May 08, 2025