নতুন গান নিয়ে যা বললেন জেমস!

বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি ব্যান্ড নগর বাউলের তুমুল জনপ্রিয় তারকা মাহফুজ আনাম জেমস। বয়সকে কেবল একটি সংখ্যা বানিয়ে তিনি আজও আপন মনে গান করে চলেছেন। এখনো তার কনসার্টকে ঘিরে দর্শকের মাঝে নামে উৎসব। তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে উন্মাদনা।

দেশের আপামর মানুষের কাছে সর্বাধিক জনপ্রিয় এই গায়ক সম্প্রতি দেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের গান ও ভাবনার কথা জানান।সাক্ষাৎকারে জেমস বলেন, "হঠাৎ করে দেখবেন যে গান চলে এসেছে। এরপর থেকে গান আসতেই থাকবে।"

জনপ্রিয়তার প্রসঙ্গে তিনি বলেন, "জনপ্রিয়তার কথা চিন্তা করে আমি কখনো গান করিনি। জনপ্রিয়তা যেটা পাওয়ার পেয়েছে, যেটা পায়নি তো পাইনি। এসব নিয়ে কখনো ভাবিনি।"

জেমসের জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বলিউডেও তিনি হয়ে উঠেছিলেন তুমুল পরিচিত এক নাম। বলিউড থেকে ডাক পেয়ে সেখানে নিজের দাপট দেখিয়েছেন এই গায়ক। তবে মুম্বাইয়ের শোবিজে স্থায়ী হননি তিনি।

সাক্ষাৎকারের এক পর্যায়ে সঞ্চালক তাকে প্রশ্ন করেন, কয়েক প্রজন্ম ধরে আপনার গান শুনছে। সময়ের পরিবর্তনের সঙ্গে কনসার্টের প্লেলিস্টেও পরিবর্তন এসেছে। কখনো কি এমন মনে হয়েছে যে, কোনো গান প্রত্যাশিত জনপ্রিয়তা পায়নি?উত্তরে জেমস বলেন, "আমি কখনোই জনপ্রিয়তার চিন্তা করে গান করিনি।"

দীর্ঘদিন ধরে নতুন গান প্রকাশ না করলেও জেমস জানান, নতুন গান নিয়ে তিনি ভাবনা-চিন্তা করছেন। তার ভাষায়, "কিছু গানের কাজ চলছে। হঠাৎ করে দেখবেন যে গান চলে এসেছে। এরপর থেকে গান আসতেই থাকবে, আসতেই থাকবে।"

জানা গেছে, দেশে-বিদেশে বেশ কিছু আয়োজন রয়েছে জেমসের। আগামী মে মাসে সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম ও জেদ্দায় কনসার্টে অংশ নেবেন তিনি। সেখানে ২ ও ৯ মে শ্রোতাদের গান শোনাবেন এই জনপ্রিয় গায়ক। এরপর তিনি যুক্তরাষ্ট্রে দীর্ঘ সফরে যাবেন বলেও জানিয়েছেন শ্রোতাদের গুরু জেমস।

আরএম/এসএন

 

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানে উর্দুতে মুক্তি পাচ্ছে ‘জংলি’ May 04, 2025
img
হানিয়াকে দেখতে ভিপিএন কিনছেন ভারতীয়রা! May 04, 2025
img
আরও এক মাইলফলকের খুব কাছে বলিউড কুইন আলিয়া May 04, 2025
img
রায়পুরে যানবাহন থেকে বিএনপির ৫ নেতার চাঁদাবাজি May 04, 2025
img
প্র্যাকটিস করতে গিয়ে আহত, লীগ থেকে ছিটকে গেলেন তৌসিফ May 04, 2025
৪৩ বিসিএসের গেজেট বঞ্চিতদের অনশনে ছাত্রলীগ নিয়ে যা বলছেন নুর May 04, 2025
img
বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক May 04, 2025
ব্যবসায়িদের নমিনেশন দেওয়ার সময় ‘আদ্যোপান্ত’ দেখে নিতে আহ্বান শ্রম উপদেষ্টার May 04, 2025
ইতোমধ্যে আমারও বদনাম শুরু হয়েছে May 04, 2025
বছরে ১০ হাজার ৫০০ কোটি টাকা কেবল গ্যাস্ট্রিকের ওষুধে! May 04, 2025