প্র্যাকটিস করতে গিয়ে আহত, লীগ থেকে ছিটকে গেলেন তৌসিফ

সেলিব্রিটিদের অংশগ্রহণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি) মাঠে গড়াবে আগামীকাল সোমবার। আসর ঘিরে গত কয়েক দিন ধরে তারকারা প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটিয়েছেন।

এবারের টুর্নামেন্টে টাইটানস দলের হয়ে মাঠে নামার কথা ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের। গত দুদিন তিনি নিয়মিত প্র্যাকটিসেও অংশ নিয়েছেন।

কিন্তু গতকাল শনিবার প্র্যাকটিস করতে গিয়ে হাতে মারাত্মক চোট পান অভিনেতা। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কোনো কাজ হয়নি বলে জানা গেছে।

তৌসিফ মাহবুব জানান, ডান হাতের আঙুলে মারাত্মক আঘাত পেয়েছেন। আঙুল ফুলে গেছে, সারা রাতেও ব্যথা কমেনি। সেই সঙ্গে জ্বরও এসেছে।

গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, ‘কাঠের বলে খেলা হয়নি কখনো আমার, সে চর্চাও নেই। সর্বোচ্চ টেনিস বল দিয়ে খেলেছি। কিন্তু এবার তো কাঠের বল দিয়ে খেলা হচ্ছে।

গতকাল প্র্যাকটিস করার সময় বল এসে সরাসরি আঙুলে লাগে। আঙুলের অবস্থা খুবই খারাপ। বলতে পারেন দুই হাতেই আঘাত পেয়েছি।’

এবারের আসরে তার আর খেলা হবে না জানিয়ে তৌসিফ বলেন, ‘গতকাল থেকে এখন পর্যন্ত পেইন কিলারের ওপরেই আছি। যে অবস্থা দেখছি, তাতে আর এবারের টুর্নামেন্ট খেলা হবে না আমার।
কিছুক্ষণ পরই সেটা টিমকে জানিয়ে দেব। খেলতে না পারলেও দর্শক হিসেবে দেখতে যাব।’

প্রসঙ্গত, আগামীকাল ৫ মে থেকে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। চলবে ১২ মে পর্যন্ত। টুর্নামেন্টের ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। সব খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস, স্বপ্নধরা স্পারটান্স নামে টিমগুলোর প্রধান হিসেবে চারটি দলের নেতৃত্ব দেবেন চারজন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরী।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘পানি কখনো মারণাস্ত্র হতে পারে না, যুদ্ধাস্ত্র হতে পারে না’ May 04, 2025
img
শান্তর দলে থাকা এবং মিরাজের না থাকা নিয়ে মুখ খুললেন প্রধান নির্বাচক May 04, 2025
img
ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে : প্রধান বিচারপতি May 04, 2025
img
দেড় বছরে লিবিয়া থেকে ৫ হাজার প্রবাসীকে দেশে ফেরত May 04, 2025
img
নতুন সম্পর্কে সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম! May 04, 2025
img
বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে সবচেয়ে বেশি কাজ করেছে, করবে : ফখরুল May 04, 2025
img
পাকিস্তান থাকলে এসিসি থেকে বিদায় নিতে পারে ভারত May 04, 2025
img
মজলুমদের পক্ষে ব্যারিস্টার রাজ্জাকের লড়াই স্মরণীয় হয়ে থাকবে May 04, 2025
img
ধানমণ্ডির ‘মাহবুব ভবন’ প্রস্তুত হচ্ছে জোবাইদা রহমানের জন্য May 04, 2025
img
খাদ্য নিরাপত্তায় ৪০ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করল এডিবি May 04, 2025