রিয়েলিটি শো'তে অশ্লীলতা, বিতর্কে সঞ্চালক

‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অশ্লীল মন্তব্যের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে জড়ালো আরও একটি রিয়েলিটি শো। এবার কাঠগড়ায় অভিনেতা এজাজ খান সঞ্চালিত ‘হাউস অ্যারেস্ট’।

সম্প্রতি ‘হাউস অ্যারেস্ট’ নামের এই শো-এর কিছু দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, প্রতিযোগীদের সঙ্গে আপত্তিকর ভাষায় যৌনতা বিষয়ক আলোচনা করছেন সঞ্চালক এজাজ খান। বলা হচ্ছে, এই শো-এর বিষয়বস্তু ‘কামসূত্র’ সংস্কৃতির উপর ভিত্তি করে তৈরি। যেখানে নারীদের সঙ্গে সঙ্গমের ভঙ্গিমা ও তাদের অভিজ্ঞতা নিয়ে সরাসরি প্রশ্ন করছেন এজাজ।

শো-এর এই বিষয়বস্তু ও ভাষা ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই মনে করছেন, এটি অশ্লীলতা ছড়াচ্ছে এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। বিষয়টি নিয়ে সম্প্রতি বজরং দলের সদস্য গৌতম রাবরিয়া এজাজ খান এবং শো-এর নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ইতোমধ্যেই এজাজের বিরুদ্ধে এফআইআরও হয়েছে।

উল্লেখ্য, বিতর্ক এজাজ খানের জন্য নতুন নয়। ২০২১ সালে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে দুই বছর কারাভোগ করেছিলেন তিনি। পরে জামিনে মুক্ত হলেও একাধিক বিতর্কে তার নাম উঠে আসে।

‘হাউস অ্যারেস্ট’ রিয়েলিটি শো সম্প্রচারিত হচ্ছে ‘উল্লু’ নামের একটি ওটিটি প্ল্যাটফর্মে, যা আগেও বেশ কিছু সাহসী কনটেন্টের জন্য আলোচিত হয়েছে।


এসএস/এসএন

Share this news on: