নায়িকা হলেও কাপড়ের লাইভ করবেন নীলা

আর মাত্র একদিন পরই মাঠে গড়াতে চলেছে ব্যাট-বলের তারকাময় লড়াই। দুই বছর পর ফিরছে এই প্রতীক্ষিত আসর, যেখানে অংশ নিচ্ছেন নানা অঙ্গনের একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। প্রস্তুতি পর্বে ব্যস্ত তারকারা এরইমধ্যে শুরু করে দিয়েছেন প্র্যাকটিস, আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীলা জানালেন—নায়িকা হলেও ফ্যাশন ইনফ্লুয়েন্সিং ছাড়বেন না তিনি।

শুরুতে একজন টিকটকার হিসেবেই পরিচিতি ছিলেন নীলা। এরপর নানা রকমের পোশাক, কাপড় নিয়ে কাজ শুরু করেন ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবে। এরপর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আসরে চ্যাম্পিয়ন হন নীলা।

নীলা জানালেন, নিজের যোগ্যতা দেখানোর জন্যই ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিয়েছিলেন তিনি। তার কথায়,‘মিস ওয়ার্ল্ডে যাওয়ার দরকার ছিল, আমার ক্যাপাবিলিটি কতটুকু, মঞ্চে গিয়ে তা দেখিয়েছি। আগামীতে যদি মনে হয়, কোনো জায়গা আমাকে ডিজার্ভ করে, ইনশাআল্লাহ ওইখানেও আমাকে দেখবেন।’

নীলা বলেন, ‘আপাতত আমার কাছে মনে হচ্ছে, ব্র্যান্ড প্রোমোশন আমাকে সবথেকে বেশি সময়ের মূল্য দিতে পারছে। যেটি আমার সবসময় মেইন আর্নিং সোর্স ছিল, সেই জায়গা কখনোই ফেলতে পারব না। আগামী দিনে যদি নায়িকাও হয়ে যাই, আড্ডা দিতে দিতে কাপড়ের লাইভ শুরু করব। এটা আসলে আমার একান্তই ভালোবাসার জায়গা।’

এ সময় নিজের লুকের প্রশংসাও করেন নীলা!মজার ছলে বলেন, ‘জাপানি বা চাইনিজ দেখতে হলেও আমি বাঙালি, আমাকে বাঙালিই লাগে; যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছি, তো বাঙালি না লাগলে তো আর বাংলাদেশ থেকে পাঠাবে না।’

প্রসঙ্গত, আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। তবে ২০২৩ সালে সর্বশেষ আয়োজন করা হয়েছিল এই আসরের। এবার ফের মাঠে গড়ানো এই আসরটি এবার বদলে যাচ্ছে নাম ও ফরম্যাটে। চারটি দলের অংশগ্রহণে আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি।

জানা গেছে, টুর্নামেন্টে খেলবেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরীসহ অনেক তারকারাই। এছাড়াও প্র্যাকটিস সেশনে দেখা গেছে অনেক তারকাকেই; তাদের একজন মডেল শাম্মি ইসলাম নীলা।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
এডিবি ও আইএমএফের সহায়তা না পেলেও বাস্তবসম্মত বাজেট করা হবে : অর্থ উপদেষ্টা May 04, 2025
img
শরিয়া কার্যকরে ‘নম্রতা’ নয়, আফগান প্রধান নেতার নির্দেশ May 04, 2025
img
১০ মাসে এসেছে ২৪.৫৪ বিলিয়ন ডলার, এপ্রিলেই রেমিট্যান্স ২৭৫ কোটি ডলার May 04, 2025
img
এসএসসি পরীক্ষার ১১তম দিন, বহিষ্কার ২৯, অনুপস্থিত ২৮৭০৯ জন May 04, 2025
img
এনসিপি থেকে বহিষ্কারের পর দুদকের জালে সালাউদ্দিন তানভীর May 04, 2025
বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন May 04, 2025
আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ ১৩ নেতার বিরুদ্ধে রাশেদের মামলা May 04, 2025
রাজু ভাস্কর্যের ধুলাবালিতে পড়ে থাকবে, এটা এই সরকার থেকে প্রত্যাশা করি না May 04, 2025
img
ইরানকে মধ্যপ্রাচ্যের নেতা হিসেবে দেখতে চায় রাশিয়া ও চীন! May 04, 2025
img
নতুন অধিনায়ক লিটনকে শুভকামনা জানালেন শান্ত May 04, 2025