পরনে কালো বডিহাগিং স্লিভলেস টি-শার্ট। মুখে চওড়া হাসি। সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন টেলিপর্দার চেনা মুখ অহনা দত্ত। ছবিতে স্পষ্ট বেবিবাম্প। দাপুটে খলনায়িকা ‘মিশকা’ আপাতত মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করতে ব্যস্ত তাঁর ছবি যেন সেই বার্তাই দেয়।
সোশাল মিডিয়ায় নিজের ৩টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। হ্যাশট্য়াগ দিয়ে লিখেছেন ৬ মাস। অর্থাৎ আর যে মাত্র কয়েকমাস পরেই জুনিয়র তাঁর কোল আলো করে আসতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ক্যাপশনে লিখেছেন, “তোমার চোখে আমি আজীবন দেখতে পাই ছোট্ট সোনা।” অভিনেত্রীর ছবি দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। অভিনেত্রী এবং গর্ভস্থ সন্তানের জন্য শুভকামনা করেন সকলে।
জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ থেকে খ্যাতি অর্জন করেন অহনা। তারপরই সোজা ধারাবাহিকে এন্ট্রি। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা’র চরিত্রে অভিনয় করে বাঙালি বাড়ির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন অহনা। ইতিমধ্যেই তিনি রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘সন্তান’ ছবিতে কাজ করেছেন। দীপঙ্করের সঙ্গে বহুদিনের বন্ধুত্ব ও প্রেম অহনার। সুযোগ পেলেই দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েন। ২০২৩ সালে প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সারেন। তিনি এবং দীপঙ্কর মিলে একটি বাড়িও কেনেন। চলতি বছরের শুরুতে সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। গত মার্চের শুরুর দিকে মন্দারমণিতে ছুটি কাটাতে যান অহনা ও দীপঙ্কর।
সমুদ্রতটে কাটানো বেশ কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন অহনা। লেখেন, অগাস্টেই আসছে নতুন অতিথি। জীবনের এই বিশেষ সময় আপাতত চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী।
এসএন